ব্যাকটেরিয়া-নাশক সাবান কাজ না করার কারণ!

533d3bba7a2c9-SOAPঅনলাইন থেকে

ব্যাকটেরিয়া-নাশক সাবানের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলছে। কিন্তু পর্যাপ্ত সময় নিয়ে সঠিকভাবে এই সাবান ব্যবহার না করার ফলে তা কোনো উপকারে আসছে না। এমনটাই দাবি করেছেন এক মার্কিন গবেষক। ‘লাইভ সায়েন্স’ সাময়িকীর বরাত দিয়ে বুধবার ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনির্ভাসিটির সেন্টার ফর ইনভায়রনমেন্টাল সিকিউরিটির র্যালফ হালডেন দাবি করেছেন, ব্যাকটেরিয়া-নাশক সাবান জনপ্রিয় হলেও অধিকাংশ মানুষ তা সঠিকভাবে ব্যবহার করেন না। এ কারণে এ ধরনের সাবানের কার্যকারিতা খুবই কম বা একেবারেই নেই।

গবেষকের দাবি, অধিকাংশ ব্যবহারকারীই যথেষ্ট সময় নিয়ে ব্যাকটেরিয়া-নাশক সাবান দিয়ে তাঁদের হাত পরিষ্কার করেন না। তিনি জানান, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য অন্তত ২০ থেকে ৩০ সেকেন্ড ধরে ব্যাকটেরিয়া-নাশক সাবান দিয়ে হাত ধোয়া উচিত। কিন্তু অধিকাংশ মানুষই গড়ে ৬ সেকেন্ড সময় নিয়ে ব্যাকটেরিয়া-নাশক সাবান ব্যবহার করেন। এর ফলে এই সাবান কার্যকরী ভূমিকা রাখতে পারে না।

================================================

চিকিৎসা বিষয়ে জানার জন্য লাইক দিয়ে আপনার পেইজ একটিভ রাখুন
https://www.facebook.com/zamanhomeohall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *