ব্রেস্ট ক্যান্সারঃ সময়মত হতে হবে সতর্ক

ডাঃ এস.জামান পলাশ
3
: আজকাল বেশ বেড়ে গেছে মেয়েদের স্তনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার ৷ যথাসময়ে সচেতন না হলে ‘ব্রেস্ট ক্যান্সার’ অচিরেই কেড়ে নিতে পারে মহামূল্য প্রাণ৷

কেন হয় এই ব্রেস্ট ক্যান্সার?

‘‘নির্দিষ্ট কোনো কারণ এখনও জানা না গেলেও, একাধিক কারণে স্তন ক্যান্সার হতে পারে৷ এই যেমন, একাধারে অনেক দিন ধরে জন্ম নিরোধ বড়ি খেলে, মাসিক বন্ধ হওয়ার পরপরই নানা রকম হরমন নেওয়া শুরু করলে অথবা ‘রিক্স ফ্যাক্টর‘ – যেমন মা বা মাসির মধ্যে কারুর স্তন ক্যান্সার থাকলে, এ ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে৷ এছাড়া, অবিবাহিতা বা সন্তানহীনা মহিলা – মানে যারা কখনো সন্তানকে স্তন্য পান করান নি – তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি হয়৷2

অবশ্য কিছু সতর্কতা অবলম্বন করলে এ রোগ প্রাথমিক পর্যায়ে নিরূপণ করা সম্ভব৷ আর সেটা করা গেলে, এর চিকিৎসাও অনেক সহজসাধ্য এবং কার্যকর৷ ২০ বছর বয়স থেকে নিয়মিত ব্রেস্ট পরীা করা, ৩০ বছর বয়সের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দেওয়া, সন্তানকে বুকের দুধ পান করানো, ছোট থেকেই টাটকা শাক-সবজি ও ফল খাওয়া, ধূমপান এবং মদ্যপান পরিহার করা এবং সন্দেহ হলে সঙ্গে সঙ্গেই কোনো ক্যান্সার সার্জন বা ‘অঙ্কোলজিস্ট’-এর শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি৷

মেমোগ্রাফি, স্তনের আলট্রাসনোগ্রাম এবং টিউমার থেকে রস নিয়ে পরীা করলে বর্তমানে খুব সহজেই ব্রেস্ট ক্যান্সার নির্ণয় করার সম্ভব৷আজকাল বেশিরভাগ সময় স্তনটি না বাদ দিয়েই তা সারিয়ে তোলা সম্ভব৷ তবে সেেেত্রও আগেভাগে রোগ নির্ণয়ের কোনো বিকল্প নেই৷ তাই যথাসময়ে সতর্ক হতে হবে ব্রেস্ট ক্যন্সার নিয়ে।

=====================

ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435
ওয়েব সাইট –www.zamanhomeo.com
ব্লগ–https://zamanhomeo.com/blog
ফেসবুক–https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *