ব্রেস্ট রিকনসট্রাকটিভ সার্জারি কীভাবে করা হয়?

ব্রেস্ট রিকনসট্রাকটিভ বা স্তন পুনর্গঠন সার্জারি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি। এই সার্জারি কয়েকভাবে করা হয়। ব্রেস্ট রিকনসট্রাকটিভ সার্জারি কীভাবে করা হয়?

এ বিষয়ে কথা বলেছেন ডা. ফোয়ারা তাসমীম পামী।

প্রশ্ন : ব্রেস্ট রিকনসট্রাকটিভ সার্জারিতে কী করা হয়?

উত্তর : এই সার্জারি আমরা কয়েকভাগে করে থাকি। কারণ, আমরা শরীরের অন্য অংশ থেকে টিস্যু এনে ব্রেস্ট রিকনসট্রাকশন করি।

এ ছাড়া আমরা আবার কৃত্রিমভাবে ইমপ্ল্যান্ট বসিয়ে দুটোর সমন্বয় করি। ইমপ্ল্যান্ট করছি সেখানে অটোলোগাস টিস্যু শরীরের অন্য জায়গা থেকে এনে দিচ্ছে। এ ছাড়া অনেক সময় আমরা ফ্যাট গ্রাফটও করে থাকি।