বয়সন্ধিকালে ফ্যাটসমৃদ্ধ খাবারের আসক্তিতে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে

image_25265.fat diet

নতুন এক গবেষণায় জানা গেছে, মেয়েদের বয়সন্ধিকালে উচ্চমাত্রার ফ্যাটযুক্ত খাদ্য গ্রহণের কারণে তরুণ বয়সেই স্তনক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকরা লক্ষ্য করেছেন, এ ধরনের খাবার স্তন ক্যান্সারের ঝুঁকি তীব্রতর করতে পারে। প্রিক্লিনিক্যাল গবেষেণা মডেলে গবেষকরা জানতে পেরেছেন, স্তনে কোনো টিউমার না থাকা সত্বেও কিছু কোষ অস্বাভাবিক হারে বাড়ে এবং রোগপ্রতিরোধী কোষে পরিবর্তন আনে।

এ ধরনের পরিবর্তন কিশোর বয়সে সংঘটিত হয় এবং দ্রুত তা ক্যান্সারধর্মী সমস্যার দিকে এগোতে থাকে। এক পর্যায়ে স্তন ক্যান্সারে আক্রান্ত হন সেই তরুণী।3

গবেষকরা বলেন, এই গবেষণায় ওজনবাড়াকে বিবেচনা না করে আরো ব্যাপক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়। তাই ওজনবৃদ্ধির সঙ্গে স্তন ক্যান্সারের সম্পর্ক নিয়ে এতদিনের প্রচলিত ধারনার বাইরে এ তথ্য পাওয়া গেল। এখন দেখা যাচ্ছে, ওজনবৃদ্ধি নয় বরং উচ্চমাত্রার ফ্যাটসমৃদ্ধ খাবারই এই স্তন ক্যান্সারের জন্য বেশি দায়ী।

ইন্ডিয়ান এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *