ভালো থাকুন – এইডস ঝুঁকি

index৭৭৭৭
এইচআইভি আক্রান্ত ব্যক্তির সঙ্গে কনডম ছাড়া যৌন মিলনে এইডস রোগ ছড়াতে পারে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির রক্ত শরীরে গ্রহণ করলে অথবা আক্রান্ত ব্যক্তির কিডনি, অস্থিমজ্জা প্রভৃতি প্রতিস্থাপনেও এইডসের ঝুঁকি থাকে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত টুথব্রাশ এবং অন্যান্য ক্ষত সৃষ্টিকারী যন্ত্র যেমন- সিরিঞ্জ, রেজর, ব্লেড, ক্ষুর, জীবাণুমুক্ত না করা চিকিৎসা যন্ত্রপাতি প্রভৃতি ব্যবহারেও রোগ ছড়াতে পারে। এইচআইভি আক্রান্ত মায়ের গর্ভস্থ সন্তানরাও এ ঝুঁকিতে থাকে। ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারী ব্যক্তি, সমকামী, বহুগামী ব্যক্তি এবং যৌনকর্মীদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এইডস রোগ প্রতিরোধে এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সঙ্গে স্বাভাবিক মেলামেশায় এইডস ছড়ায় না। index৪৪৪৪৪আক্রান্ত ব্যক্তির সঙ্গে করমর্দন করলে, তাকে স্পর্শ করলে, তার সঙ্গে খেলাধুলা করলে, একই ঘরে বসবাস, একই গোসলখানা ও টয়লেট ব্যবহার, থালাবাসন, গ্লাস, বিছানা, বালিশ ব্যবহারে এইডস ছড়ানোর ঝুঁকি নেই। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, থুতুর মাধ্যমে যেমন এ রোগ ছড়ায় না, তেমনি মশা-মাছি বা পোকামাকড়ের সংক্রমণের সঙ্গেও এর সম্পর্ক নেই। সুতরাং, কারো এইডস হলেই তাকে অস্পৃশ্য ধরে নিয়ে তার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বন্ধ করে দেওয়া উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *