ভেরিকোসিল ( Vericocele )একটি যৌনব্যাধি

ভেরিকোসিল ( Vericocele )

সংজ্ঞা ( Definition ) – ভেরিকোসিল একটি বিশেষ উল্লেখযোগ্য যৌনব্যাধি । এই রোগে স্পামাটিক কর্ড বা রেত রজ্জু এপিডি ডাইমিস বা অণ্ডকোষের উপরিস্থিত অংশটির কেঁচোর ন্যায় লম্বা বস্তু এবং টেস্টিকেলের শিরা সমূহ স্ফীত হয় এবং গাঁট গাঁট মত হয়ে ফুলে উঠে । আঙ্গুল দিয়ে পরীক্ষা করলে যেন একটা কেঁচোকুণ্ডলীর মত পাকিয়ে আছে মনে হয় । সোজাভাবে শুয়ে থাকলে ও চাপ দিলে ইহা ক্ষুদ্র হয়ে যায় এবং খাড়া হয়ে দাঁড়ালে পুনরায় বৃদ্ধি পায় । এইরূপ স্ফীতিভাব ও গাঁট গাঁট অবস্থাকেই ভেরিকোসিল বলে ।

কারণ ( Aetiology ) – যে সকল পুরুষ অত্যধিক কামাসক্ত বা যারা অত্যধিক হস্তমৈথুন করে তারা যদি হঠাৎ এই অভ্যাস ত্যাগ করে কিন্তু কামচিন্তা ত্যাগ করতে না পারলে এপিডিডাইমিসের এবং স্পামাটিক কর্ডের মধ্যে বীর্য ধীরে ধীরে সঞ্চিত হয়ে স্ফীত হয়ে উঠে । ইহাতে কোষ উরধ দিকে আকৃষ্ট হয়, স্পর্শ করলে, দাঁড়ালে বা হাঁটাচলা করলে বেদনার উদ্রেক হয় । আঘাতজনিত কারণে । জীবাণু সংক্রমণে হতে পারে । বাত, উপদংশ বা অন্য কোন কঠিন রোগের উপসর্গ হিসাবে দেখা দিতে পারে ।

লক্ষণ ( Clinical signs and symptoms ) 

* অধিকাংশ ক্ষেত্রে এই পীড়া বাম দিকে অধিক হয় কারণ বাম দিকের স্পামাটিক কর্ড ডান দিক অপেক্ষা অধিক লম্বা ও অধিক জড়ানো থাকে । এছাড়া বামদিকে সিগময়েড ফ্লেক্সারে অধিক পরিমাণে জল জমে থাকলে তার চাপেও বামদিকে আক্রান্ত হয় ।

* এইরোগ কোন কোন ক্ষেত্রে ভয়ংকর যন্ত্রণাদায়ক হয়ে উঠে । এক প্রকার টানা হেঁচড়ার মত বেদনা কোমর থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে । এই বেদনা হাঁটাচলা করলে, দাঁড়ালে, গরমকালে বেশী অনুভুত হয় ।

* জনন কাজে অসুবিধা বোধ হয় এবং জনন কালের সময় সংশ্লিষ্ট শিরা সমূহ স্ফীত হয়ে উঠে বেদনার সৃষ্টি করে । প্রকৃতপক্ষে জনন কালের সময় সংশ্লিষ্ট শিরা সমূহের স্ফীতি বা গাঁট গাঁট হয়ে ফুলে উঠার নামই ভেরিকোসিল ।

হোমিওপ্যাথিক চিকিৎসা ( Homoeopathic Treatment )

লক্ষণ ( signs and symptoms ) 

** ঔষধটির প্রধান কাজ – অন্যান্য ঔষধের শেষ আরোগ্য কাজ সম্পাদন ।
** সমগ্র ইউরেথ্রাব্যাপি বেদনা । রাত্রে বার বার মুত্র ত্যাগ ।
** গুহ্যদ্বারে চাপবোধ । লিঙ্গে এবং মুত্র থলিতে খুব বেদনা ।

ঔষধ, শক্তি ও প্রয়োগবিধি ( Medicine and Application )

ফেরাম পিক্রিক > 3x বিচূর্ণ । Distilled water – মিশ্রিত করে সেব্য ।

লক্ষণ ( signs and symptoms ) 

** অণ্ডকোষের বেদনা-বেদনা তলপেট থেকে অণ্ডকোষ পর্যন্ত । 
** ইউরেথ্রা থেকে ঘন হলুদ স্রাব নির্গত ।
** গনোরিয়ার শেষ অবস্থা, মুত্রনালীর সংকোচন ।
** প্রস্টেটের বেদনা । চিট হয়ে শুলে বেদনা বৃদ্ধি ।

ঔষধ, শক্তি ও প্রয়োগবিধি ( Medicine and Application ) 

পালসেটিলা > 6 । একমাত্রা করে দিনে ৪/৫ বার সেব্য ।

লক্ষণ ( signs and symptoms ) 

** পুনঃ পুনঃ মুত্রবেগ, ফোটা ফোটা পড়ে ।
** প্রস্টেট গ্রন্থির স্ফীতি বেদনা । সঙ্গম ইচ্ছা কম ।
** অণ্ডকোষদ্বয় শক্ত এবং উপরের দিকে আকুঞ্চিত এবং বেদনা ।

ঔষধ, শক্তি ও প্রয়োগবিধি ( Medicine and Application ) 

বেলেডোনা > 1x । একমাত্রা করিয়া দিনে ৪/৫ বার সেব্য ।

লক্ষণ ( signs and symptoms ) 

** অকারণে রেত স্খলন । সঙ্গম শক্তির অভাব ।
** খিটখিটে মেজাজ, অসাড়ে মুত্র পাত ।
** মুত্র ঘোর ও রক্তাক্ত । গ্রন্থিসমূহ স্ফীত, গণ্ডমালা ধাতুগ্রস্থ ।

ঔষধ, শক্তি ও প্রয়োগবিধি ( Medicine and Application )

ক্যাল্কেরিয়া কার্ব > 3x বিচূর্ণ । Distilled water – মিশ্রিত করে সেব্য ।

লক্ষণ ( signs and symptoms ) 

** মুত্রপথে পিতাভ স্রাব । লিঙ্গ শক্ত হয় না ।
** পুরাতন লালামেহ স্রাব, ধ্বজভঙ্গ ।
** অণ্ডকোষ শীতল, স্ফীত, শক্ত এবং বেদনার্ত ।

ঔষধ, শক্তি ও প্রয়োগবিধি ( Medicine and Application )

এগনাস ক্যাকটাস > 6 । একমাত্রা করে দিনে ৪/৫ বার সেব্য ।

অন্যান্য প্রয়োজনীয় ঔষধ ( Other important remedies ) <> একোনাইট ন্যাপ – 1x , আর্ণিকা – 6 , হ্যামামেলিস – Q , ল্যাকেসিস – 6 , নাক্সভম – 6 , প্লাম্বাম – 6 , রুটা – 6 , সালফার – 200 , লাইকোপডিয়াম – Q , অ্যাসিড ফস – 6 , বেলিস পিরিনিস – 6 ।

নিকটস্থ কোনো ভালো হোমিও ডাক্তারের চিকিৎসা নিন * রোগ মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, তার পরও যদি সমাধান না পান তা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435
ইমো  01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল

ইমেইল- dr.zaman.polash@gmail.com

ওয়েব সাইটwww.zamanhomeo.com

★ পোস্ট ভাল লাগলে লাইক ★ শেয়ার করে পেইজে একটিভ থাকুন
 ফেসবুক পেইজে লাইক দিন  https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *