মানবদেহ সম্পর্কিত ১৫ টি তথ্য

34232323
১. নাক প্রায় ৫০০০০ ঘ্রাণ মনে রাখতে পারে।
২. মানবদেহের সবচেয়ে ছোট অস্থিটি কানের
মাঝামাঝি অবস্থিত। stirrup bone নামের
অস্থিটি দৈর্ঘ্যে মাত্র ০.১১ ইঞ্চি।
৩. ফিঙ্গার প্রিন্টের মতো প্রত্যেকের জিহ্বারএকটি স্বতন্ত্র জিহ্বা প্রিন্ট আছে। ৪. একটি আঙুলের নখ গোড়া থেকে ডগা পর্যন্ত
বেড়ে উঠতে ৬ মাস সময় নেয়।
৫. সারাজীবনে মানুষের গড়ে প্রায় ৪০
পাউন্ডের মত চামড়া ঝরে পড়ে।
৬. মানুষের ঊরুর অস্থি (thigh bone)
কংক্রিটের চেয়েও মজবুত। ৭. লোমশ শিম্পাঞ্জীর মত মানুষের দেহেরও
প্রতি বর্গইঞ্চিতে প্রচুর পরিমাণে লোম আছে।
৮. মস্তিষ্ক যে পরিমাণ হারে শক্তি ব্যবহার
করে তা দিয়ে ২৫ ওয়াটের একটি বাল্ব
জ্বালানো যাবে।
৯. হৃৎপিণ্ড যথেষ্ট পরিমাণ চাপ উৎপন্ন করে যাতে রক্ত ৩০ ফিট পর্যন্ত ছড়িয়ে যায়।
১০. আপনি প্রতি ৩/৪ দিন পরপর আপনার
পাকস্থলীর নতুন একটি আস্তরণ পেয়ে থাকেন।
আপনি এটা যদি না পেতেন তবে খাদ্য পরিপাক
করতে আপনার পাকস্থলী যেসব শক্তিশালী এসিড
ব্যবহার করে, তাতেআপনার পাকস্থলী নিজেই পরিপাক হয়ে যেত।
১১. প্রায় ৬৫০ টি মাংসপেশি আছে আমাদের
দেহে।
১২. সবচেয়ে ছোট অন্ত্রটি ২৩ ফিট দীর্ঘ।
১৩. মানবদেহের প্রতি বর্গইঞ্চি ত্বক ২০
ফিট রক্তনালিকা দিয়ে গঠিত। ১৪. একটি পূর্ন মূত্রথলি (bladder)
মোটামুটিভাবে একটি সফটবলের সমান আকৃতির।
১৫. দুই পায়ে পাঁচ লক্ষ ঘামগ্রন্থি রয়েছে।

======================================

ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435
ওয়েব সাইট –www.zamanhomeo.com
ব্লগ–https://zamanhomeo.com/blog
ফেসবুক–https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *