মাড়ির ক্যান্সারে কারণ ও করণীয়

আমাদের শরীরের অন্যান্য অংশের মতো মুখ ও মুখমণ্ডলের বিভিন্ন স্থানে সাধারণত ক্যান্সার হয়ে থাকে। মাড়ির ক্যান্সার অনেক সময় মাড়ির প্রদাহ মনে করে অবজ্ঞা করা হয়।

কারণ

♦ ধূমপান

♦ পান, জর্দা, সাদা পাতা, সুপারি, গুল

♦ অ্যালকোহল

ডেন্টিস্ট দাঁত চেকআপ করতে গিয়ে মাড়ির ক্যান্সার সাধারণত আবিষ্কার করে থাকেন।

উপসর্গ

♦ সাদা লাল অথবা কালো রঙের দাগ

♦ ক্ষতযুক্ত মাড়ি

♦ মাড়ি দিয়ে রক্ত পড়া

♦ মাড়ি শক্ত হয়ে যাওয়া

মাড়ির ক্যান্সার আগে ধরা পড়লে চিকিৎসা করা সহজ হয়।

করণীয়

ধূমপান, পান, জর্দা, সাদা পাতা, সুপারি, গুল এবং অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে।

প্রভাষক ডা. এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435
 01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল

ইমেইল- dr.zaman.polash@gmail.com

ওয়েব সাইটwww.zamanhomeo.com