মুখে অতিরিক্ত লালা নিঃসরণ

3_304695

ডাঃ এস.জামান পলাশ

মুখে অতিরিক্ত লালা নিঃসরণ বলতে বোঝায় অনিচ্ছাকৃতভাবে লালা যখন মুখের বাইরে নিঃসরিত হয়। এটি সাধারণত হয় মুখের পাশের দুর্বল এবং গঠনগত ত্রুটিজনিত মাংসপেশির কারণে। শরীর যদি অতিরিক্ত লালা উৎপন্ন করে তাহলে অতিরিক্ত লালা নিঃসরিত হতে পারে অথবা লালা গলধঃকরণের ক্ষমতা হ্রাস পেলে বা মুখের লালা ধরে রাখার ক্ষমতা হ্রাস পেলেও অতিরিক্ত লালার নিঃসরণ হতে পারে।

অতিরিক্ত লালা উৎপাদনের কারণ
* কৃত্রিম দাঁত বা ডেনচার যা নতুন অথবা ঠিকভাবে প্রতিস্থাপিত হয়নি।* ঊেজউ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স রোগ* মুখে বা গলায় সংক্রমণ* কিছু ওষুধের কারণে যেমন- ক্লোনাজিপাম, ক্লোজাপিন, পাইলোকারপিন, কারবিডোপা, লিভোডোপা* গর্ভাবস্থা* স্টোমাটাইটিস-মুখের মিউকাস মেমব্রেনে প্রদাহ।
কম গুরুত্বপূর্ণ কারণ
* আর্সেনিকের বিষক্রিয়া

* বেলস পালসি

* ইসোফেজিয়াল এট্রেসিয়া- জন্মগত একটি অচলাবস্থা যার কারণে ইসোফেগাস বা খাদ্যনালী ঠিকভাবে গঠন হয়নি।

* মারকারী পয়সনিং

* র‌্যাবিস- প্রাণঘাতী ভাইরাস মানুষে ছড়ায় সংক্রমিত প্রাণীর লালা থেকে

* সিফিলিস

* টিউবারকিউলসিস।

অতিরিক্ত লালা নিঃসরণ যেমন একটি বিড়ম্বনাকর সমস্যা তেমনি অনেকের আবার মুখ শুকিয়ে যায় অর্থাৎ লালা নিঃসরণ ঠিকভাবে হয় না। ফলে শুষ্ক মুখের সৃষ্টি হয় যা জেরোসটোমিয়া নামে পরিচিত। অতিরিক্ত লালা নিঃসরণের ক্ষেত্রে অনেকেই না বুঝে কিছু ওষুধ সেবন করে থাকেন সেগুলো লালা গ্রন্থির নিঃসরণ কমিয়ে দেয়। এতে করে রোগের আসল চিকিৎসা তো হয়ই না বরং দিন দিন জটিলতা বাড়তে থাকে। অতিরিক্ত লালা নিঃসরণের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে প্রথমেই রোগ নির্ণয় করতে হবে। সেই কারণ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে।

চিকিৎসা – দ্রুত কোনো ভালো হোমিওপ্যাথ চিকিৎসকের চিকিৎসা নিন,তাহলে এ রোগ থেকে মুক্তি পাবেন।

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435 // 01670908547
ইমু 01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

ইমেইল-dr.zaman.polash@gmail.com

ওয়েব সাইট –www.zamanhomeo.com

★ পোস্ট ভাল লাগলে লাইক ★ শেয়ার করে পেইজে একটিভ থাকুন
 ফেসবুক পেইজে লাইক দিন  https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *