মুত্রনালীর প্রদাহ ( Urithritis ) ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা

মুত্রনালীর প্রদাহ ( Urithritis ) ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা

সংজ্ঞা ( Definition ) <> মুত্রনালীর প্রদাহ, হেজে যাওয়া, পুঁজ পড়া অবস্থাকে ইউরেথ্রাইটিস ( Urithritis ) বলে ।

<> কারণ ( Aetiology ) <>

** মুত্রনালীতে গনোকক্কাস নামক জীবাণুর অনুপ্রবেশ ।

** বারবার ক্যাথিটার প্রয়োগ করে প্রস্রাব করানো । ইহাতে মুত্রনালীর প্রদাহ ভাব সৃষ্টি হতে পারে ।

** পাথুরী নির্গমন হেতু ।

** আঘাত লাগা হেতু ।

** গনোরিয়া, সিফিলিস ইত্যাদি রোগ হেতু ।

লক্ষণ ( Clinical Signs and symptoms )
——————————————————-

* মুত্রনালীতে ক্ষত এবং বেদনাবোধ ।

* মুত্রত্যাগের সময় ভয়ানক জ্বালাপোড়া ।

* প্রস্রাবের সঙ্গে পুঁজরক্ত পড়া ।

* মুত্রনালীর মুখে কুটকুট করা, চুলকানি, ঘনঘন প্রস্রাবের বেগ কিন্তু সামান্য প্রস্রাব হয় ।

* প্রস্রাব দ্বারে জ্বালাপোড়া বেদনা থাকে ।

* প্রদ্রাহ যত বৃদ্ধি পাবে মুত্রনালীর মেমব্রেন ততই স্ফীতি হবে । ইহার ফলে প্রস্রাবকালে আরও বেশী যন্ত্রণা ।

* মুত্র ৪/৫ ধারায় পড়তে থাকে, প্রস্রাবের সঙ্গে পুঁজরক্ত পড়ে, মুত্রে বেশ তলানি পড়ে, শ্লেষ্মার মত পদার্থ ।

* লিঙ্গ শক্ত ও বেকে যায়, অণ্ডকোষ, মুত্রথলির প্রদাহ ।

রোগ নির্ণয় এবং পরীক্ষা ( Diagnosis and Investigation )
———————————————————-

** গনোরিয়া বা সিফিলিসের ইতিহাস পাওয়া যায় ।

** স্থানিক লক্ষণ হিসাবে মুত্রনালী থেকে পুঁজ পড়া ।

** Smear Examination of pus from urethra, prostate, seminal vesicles in the male and Bortholin`s glands, vagina and cervix in the female .

** কোন কোন সময় Culture of pus এবং Blood Test প্রয়োজন ।

<> রোগের বিস্তার ( Spread of Disease ) <>

** গনোরিয়ার সুনির্দিষ্ট সংক্রমণ Neisseria Gonorrhoea নামক জীবাণু । Gram Negative Intracellular Diplococci, পুঁজের মধ্যে ( Direct Contact ) বর্তমান ।

** অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যক্ষ সংক্রমণ ( Direct Contact ) ঘটে ।

** Incubation period 3 – 10 দিন ।

** যে সকল স্থানে অতি সহজেই সংক্রমণ ঘটে – পুরুষের ঃ – Periurethritis, Prostatitis, epididymitis, vesiculitis । স্ত্রীদের ঃ- Bartholin`s gland, certicitis, salpingitis, ovaritis, Pelvic Peritonitis .

>> লক্ষণানুসারে হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন পদ্ধতি <<

বার্বোরিস ভালগারিস <> মুত্রযন্ত্রে পুড়ে যাবার ন্যায় বেদনা । মুত্রত্যাগের পর মনে হয় যেন কিছুটা মুত্র রয়ে গেছে । মুত্রে গাঢ় শ্লেষ্মা, উজ্জল লালবর্ণ এবং তলানিযুক্ত । কিডনীতে বুদবুদ উঠার মত বেদনার অনুভূতি । বারবার মূত্রত্যাগ ।

উফোরিনাম <> মুত্রযন্ত্রের উপর বিশেষ ক্রিয়া । কষ্টকর মূত্রত্যাগ । গনোরিয়া এবং মেহরোগে ভাল কাজ করে । মুত্রপথে প্রদাহ, মুত্রত্যাগকালে প্রচণ্ড বেদনা । পিঠে, কোমরে অসহ্য বেদনা । জ্বালাপোড়া । ডিম্বাশয় কেটে বাদ দেবার পরে যে সকল উপসর্গ দেখা দেয় । সাধারণভাবে রজঃনিবৃত্তিকালীন উপসর্গ সমূহ ।

ক্যান্থারিস <> সমগ্র মুত্রযন্ত্রের উপর বিশেষ ক্রিয়া । ভয়ানক জ্বালা যন্ত্রণাসহ বেদনা, কেটে ফেলার ন্যায় । কষ্টকর মূত্রত্যাগ, রক্তাক্ত মুত্র, ফোঁটা ফোঁটা মুত্র পড়ে । প্রস্রাব কালো খুব জোরে কুন্থন দিতে হয় । প্রস্রাব গরম ।

হিরিরেটয়নাম নাইট্রিকাম <> প্রচুর পরিমাণে প্রস্রাব হয় । মুত্রকষ্ট । বহুমূত্র । অসাড়ে মূত্রত্যাগ । মুত্রবেগ দারন করলে বেদনা । দেহ শীর্ণ, হীনস্বাস্থ্য অথচ পেটটি বড় । মুত্রনালীতে জ্বালাপোড়া, অম্লযুক্ত মুত্র, শোথভাব ।

ক্যানাবিস স্যাটাইভা <> প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য সহ মুত্ররোধ । যন্ত্রণাদায়ক মুত্রবেগ, মুত্র বিভিন্ন ধারায় পড়ে ।
মুত্রনালীতে খোঁচামারা ব্যথা, চিড়িকমারা ব্যথা । পা দুটি ফাঁক করে হাঁটে । মুত্রপথ শ্লেষ্মা ও পুঁজপূর্ণ ।

থুজা <> মুত্রনালী স্ফীত ও প্রদাহিত । বারবার মূত্রত্যাগ । মুত্রত্যাগের পর মুত্রপথ শুড় শুড় করে । মুত্রত্যাগের পর কেটে ফেলার ন্যায় যন্ত্রণা । মুত্রবেগ আদৌ সহ্য করতে পারে না ।

অন্যান্য প্রয়োজনীয় ঔষধ ( Other Important Remedies ) > বেলেডোনা , কিউবেবা , ক্লিমেটিস ইরেকটা , ক্যানাবিস ইন্ডিকা , এপিস , আর্জেন্ট নাইট্রিকাম , ষ্টাফিসিগ্রিয়া , আর্সেনিক , সালফার , আর্ণিকা ।

** পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা ( Diet and Managements ) <> জলবার্লি, ডাবের জল, মিশ্রীর জল, ইসবগুলের শরবৎ, তিসি ভেজান জল, শুষ্ক ঢেঁড়স ভিজানো জল । এছাড়া দুধ, ভাত, ফলের রস উপকারী । মুত্রদ্বার দিয়ে উষ্ণ জলের পিচকারী । প্রচুর পরিমাণে ঠাণ্ডা জলপান রোগীর পক্ষে হিতকর । জল পানের অভ্যাস ধীরে ধীরে করতে হয়, হঠাৎ অধিক পরিমাণ জলপান করা উচিৎ নো । জ্বর থাকলে ভাত পথ্য নিষেধ । তরল পুষ্টিকর খাদ্য পানীয় হিতকর । উগ্র মশলাযুক্ত খাবার, গুরুপাক খাদ্য গ্রহণ, রাত জাগরণ, মদ্যপান নিষেধ । পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় ও বিছানাপত্র । ঠাণ্ডা স্যাঁতসেঁতে, আলোবাতাস হীন ঘরে রোগীকে রাখা নিষেধ । মুক্তবাতাসে ভ্রমণ হিতকর ।

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর
01711-943435 ইমো 01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

ইমেইল-dr.zaman.polash@gmail.com

ওয়েব সাইট –www.zamanhomeo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *