মেলামেশার বয়স ১৫ বছর করার সুপারিশ বৃটেনে

231226294886f94580a86

ডেস্ক: বৃটেনের শীর্ষ এক স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেছেন, ছেলেমেয়েদের জন্য শারীরিক মেলামেশায় সম্মতি দেয়ার বয়স ১৫তে নামিয়ে আনা উচিত। ফ্যাকাল্টি অব পাবলিক হেলথের প্রেসিডেন্ট প্রফেসর জন অ্যাস্টন বলেছেন, ঠিক কোন বয়সে শারীরিক মেলামেশা করতে ছেলেমেয়েদের অনুমতি দেয়া উচিত সেটা নিয়ে সমাজে বিভ্রান্তি রয়েছে। তাই এ নিয়ে একটি জাতীয় বিতর্ক হওয়া উচিত। সমপ্রতি বৃটেনে এক সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, এক-তৃতীয়াংশ কিশোর-কিশোরী সম্মতি দেয়ার বয়স ১৬তে উপনীত হওয়ার আগেই যৌনকর্মে লিপ্ত হয়। এর প্রেক্ষিতেই প্রফেসর অ্যাস্টন এ প্রস্তাব করেছেন। সানডে টাইমসকে তিনি বলেছেন, সম্মতির বয়স এক বছর কমিয়ে আনার ফলে এক ধরনের সীমারেখা বেঁধে দেয়া যাবে। এর ফলে ১৫ বছর বয়সী যারা ইতিমধ্যেই যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে তাদের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ থেকে সেবা আরও সহজলভ্য হবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমাদের নিজেদের মধ্যেই সংশয় রয়েছে। আর সম্মতির বয়সও ১৬ বছর নির্ধারণ করা রয়েছে। তাই ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীরা তাদের স্বাস্থ্যগত ব্যাপারে কোন সঠিন দিকনির্দেশনা পায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *