মেয়ে সন্তান জন্মানোর জন্য মা দায়ী নন কেন ?

1425713_256408557850221_28953738_n
ডাঃ এস.জামান পলাশ 

বিবাহের পর থেকে বাবা-মায়ের পাশাপাশি অন্যান্য আত্মীয়স্বজন চেয়ে থাকে দম্পতির প্রথম সন্তানের জন্য। কেউ পুত্রসন্তান পছন্দ করে, আবার কেউ কন্যাসন্তান পছন্দ করে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, যারা পুত্র সন্তান পছন্দ করে এবং আশা করে, তাদের পরিবারে কন্যাসন্তান জন্ম নেয়। তাও আবার একটি নয়, পরপর কয়েকটি। এ রকম অবস্থায় পরিবারের বাবা এবং তার আত্মীয়স্বজন মাকেই দায়ী করেন একের পর এক কন্যাসন্তান হওয়ার জন্য। তাঁরা মনে করেন, পুত্রসন্তান না হওয়ার সমস্যাটা মায়ের। আর তাই মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন। কিন্তু আপনি কি জানেন, কন্যাসন্তান জন্ম নেওয়ার জন্য মায়ের কোনো দোষ নেই বা কোনো rupcare_menopause2সমস্যা নেই। সত্যিকারের কথা বললে, বাবা অথবা মা কারো কোনো দোষ নয়। কারণ মেয়েদের পরিচয়বহনকারী জিন হলো XX, অন্যদিকে ছেলেদের পরিচয়বহনকারী জিন হলো XY (মানুষের শরীরের মোট ২৩ জোড়া বা ৪৬টি জিন থাকে, এর মধ্যে এটি হলো এক জোড়া বা দুটি)। ছেলেসন্তান জন্ম নেওয়ার জন্য অবশ্যই বাবার কাছ থেকে Y আসতে হবে। কেননা এটি মায়ের কখনোই থাকে
না। তাই বাবার কাছ থেকে যতবার X মায়ের X-এর সঙ্গে মিলিত হয় ততবার কন্যাসন্তান জন্ম নেবেই। সুতরাং কোনো পরিবারে বারবার মেয়েসন্তান জন্মানোর জন্য মায়ের কোনো দোষ বা সমস্যা নেই।

 

ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435
ওয়েব সাইট –www.zamanhomeo.com

ফেসবুক–https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *