ম্যামোগ্রাফি স্তন ক্যান্সারে ঝুঁকি বাড়ায়

ডাঃ এস.জামান পলাশ
resize_1378989468
স্তন ক্যান্সার যে কতটা ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না। ২০১২ সালে সারা বিশ্বে এ ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় ৬ লাখ নারী মৃত্যুবরণ করেন। বাংলাদেশেও ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কিন্তু কম নয়। এ ক্যান্সার শুরুতে নির্ণয়ের জন্য বিভিন্ন স্ত্রিনিং পদ্ধতির মধ্যে ম্যামোগ্রাফি জনপ্রিয়। যেসব নারীর পরিবারে মা, খালা, বোনের স্তন ক্যান্সারের আক্রান্ত হওয়ার ইতিহাস আছে ও যাদের রক্তে এ ক্যান্সারের জিন পাওয়া গেছে তারা বেশ ঝুঁকিপূর্ণ। এসব নারীকে ৩৫ বছরের পর থেকে প্রতি বছর একবার করে ম্যামোগ্রাফির পরামর্শ দেওয়া হয়। কিন্তু নর্থ আমেরিকার রেডিওলজিক্যাল সোসাইটির একটি সেমিনারে গবেষকরা বলেন, ম্যামোগ্রাফি বা বুকের এক্স-রে ঝুঁকিপূর্ণ নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশ খানিকটা বাড়িয়ে দেয়। নেদারল্যান্ডসের ইউনির্ভাসিটি মেডিকেল সেন্টারের মারিজকি সি জ্যানসেনের নেতৃত্বে একদল গবেষক ৯ হাজার ৪২০ জন ঝুঁকিপূর্ণ নারীকে গবেষণার কাজে বাছাই করে। গবেষণায় দেখা যায়, ঝুঁকিপূর্ণ নারীদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণ নারীদের চেয়ে আড়াই গুণ বেশি। 3ঝুঁকিপূর্ণ নারীদের মধ্যে যারা ২০ বছর বয়সের আগে স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য ম্যামোগ্রাফি করেছেন তাদের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার অন্য ঝুঁকিপূর্ণ নারীদের চেয়ে আড়াই গুণ বেশি। আবার যারা ২০ বছরের পর ম্যামোগ্রাফি করিয়েছেন তাদের মধ্যে এ হার দেড় গুণ বেশি। এ গবেষণার কথা বিবেচনা করেই বিশেষজ্ঞরা ৩০ বছরের কম বয়সী ঝুঁকিপূর্ণ নারীদের স্ক্রিনিং করতে ম্যামোগ্রাফি বা এক্স-রে ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। এর পরিবর্তে স্ক্রিনিংয়ের জন্য এমআরআই করতেও পরামর্শ দিয়েছেন তারা।

*************************************************************************************

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435 // 01670908547
ইমু 01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

ইমেইল-dr.zaman.polash@gmail.com

ওয়েব সাইট –www.zamanhomeo.com

★ পোস্ট ভাল লাগলে লাইক ★ শেয়ার করে পেইজে একটিভ থাকুন
 ফেসবুক পেইজে লাইক দিন  https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *