লিভারে ভাইরাস সংক্রমণ এড়াতে…

liver

ডা. এম এন ইসলাম

লিভার নিয়ে আমাদের চিন্তার অন্ত নেই। এটি ভালো রাখতে তাই আমরা কত কী করে থাকি! কিন্তু তাতে কি লিভার সত্যি ভালো থাকে? অঢেল মদ্যপানের সঙ্গে লিভার ভালো রাখার ওষুধ খেয়ে চলা মানুষের সংখ্যা অনেক। মাঝ বয়সের পর বিশেষ করে মদ্যপানজনিত লিভার ড্যামেজ সামলে রাখা খুব কঠিন। বিজ্ঞানীদের মতে, এ অবস্থায় ভালো থাকার সপে বিজ্ঞানসম্মত এখনো কোনো ব্যাখ্যা নেই। লিভার ভালো রাখার কোনো ওষুধও নেই। তা হলে বাজারে যে লিভারের ওষুধ পাওয়া যায়, সেগুলোর ভূমিকা কী? লিভারের ভাইরাস সংক্রমণ এড়ানোর অন্যতম শর্ত হলো হাইজিন। খাবার ও পানির ব্যাপারে সতর্ক থাকা। না হলে হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’ হওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ লিভারে ‘এ’ বা ‘ই’ ভাইরাসের ইনফেকশন হয়ে জন্ডিস হওয়া ঠেকানো প্রথম কাজ। এ জন্য হেপাটাইটিস ‘বি’ ভাইরাস ঠেকাতে ‘বি’ ভাইরাসের বিরুদ্ধে টিকা নিয়ে নেওয়া উচিত। আর হেপাটাইটিস ‘সি’ ঠেকাতে সতর্ক থাকা প্রয়োজন রক্তের ব্যাপারে। রক্ত নেওয়ার প্রয়োজন হলে ভালো ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা উচিত। যারা হেপাটাইটিস ‘সি’ স্ক্রিনিং করে তবেই রক্ত বাজারে ছাড়েন তাদের থেকে নিতে হবে। ইনজেকশনের সিরিঞ্জও যাতে স্টেরাইল থাকে, সেদিকেও নজর রাখতে হবে। কারণ ‘বি’ এবং ‘সি’ হেপাটাইটিসের পাল্লায় পড়লে লিভার একেবারে নষ্ট হয়ে যেতে পারে। তবে রোগের শুরুতে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট অনুযায়ী অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সেবায় রোগ নির্মূল করা যায়।

লেখক : সদস্য, ডিসিসি এবং হোমিও বোর্ড, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

চেম্বার : ডা. এমএন ইসলাম মেডিক্যাল সেন্টার, এইচ-২৩ মোল্লা ভবন আমতলী, মহাখালী, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *