লোশন, শ্যাম্পুতে শিশুর ক্ষতি

1471799_598091046921360_1867866107_n
নবজাতকের যত্নে সামর্থ্যবান মা-বাবারা নামি-দামি ব্র্যান্ডের সাবান, শ্যাম্পু, লোশন, তেলসহ নানা পণ্য ব্যবহার করেন। বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে অনেকে আবার ‘শিশুদের জন্য উপযোগী’ পণ্য ব্যবহার করে সান্ত্বনা খুঁজে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এ ধরনের পণ্য, হোক সেটা বড়দের জন্য কিংবা ছোটদের জন্য, তা হাঁপানি, ক্যান্সারসহ নানা রোগের ঝুঁকি বাড়ায়। এতে একজন প্রাপ্তবয়স্ক নারীর চেয়ে একটি শিশু অনেক বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়।
আমেরিকান কেমিক্যাল সোসাইটির প্রকাশিত এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামক সাময়িকীর এক প্রতিবেদনে এ-সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, যেকোনো ধরনের লোশন, শ্যাম্পুসহ সব ধরনের প্রসাধনী এবং ফার্মাসিউটিক্যালস সামগ্রী দীর্ঘদিন সংরক্ষণের জন্য প্যারাবেন এবং থ্যালেট ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের চিকিৎসাসামগ্রী, শিশুদের খেলনাসহ নানা ধরনের প্লাস্টিকসামগ্রীতেও ব্যবহার করা হয় প্যারাবেন ও থ্যালেট। এসব পণ্যের ব্যবহারকারী হিসেবে প্রায় ৯০ শতাংশ মানুষই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। উচ্চমাত্রায় হাঁপানির ঝুঁকি ছাড়াও ক্যান্সার বিশেষত স্তন ক্যান্সার, পুরুষের শুক্রাণু-সংক্রান্ত সমস্যার কথা আগেই শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। এর সঙ্গে যোগ হয়েছে শিশুর মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার আশঙ্কা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *