সন্তান ধারণে প্রতিবন্ধকতা- ইনফার্টিলিটি (বন্ধ্যাত্ব)

254414_593925060637269_409778259_n

খুব কম মানুষই আছেন যারা এ সম্পর্কে অবগত নন। কিন্তু এটি কি শুধুই একজন নারীর সন্তান জন্ম না দিতে পারা কে বোঝায়? অবশ্যই নয়, নারী বা পুরুষ উভয়েই এ সমস্যায় পড়তে পারেন। আভিধানিক ভাবে এর মানে হচ্ছে সন্তান ধারণের অক্ষমতা ( নারী কিংবা পুরুষ )। কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী কোন প্রতিরোধ ব্যাবস্থা ব্যবহার না করা সত্ত্বেও এক বা ততোধিক বছর বাচ্চা ধারণ করতে না পারলে তাকে ইনফার্টিলিটি (বন্ধ্যাত্ব) বলে। ২ ধরনের হতে পারে।

প্রাইমারী ইনফার্টিলিটি – যে সব রোগী কখনোই বাচ্চা ধারণ করেন নি।

সেকেন্ডারি ইনফার্টিলিটি – যারা অতীতে কোন এক সময় বাচ্চা ধারণ করেছিলেন।

এর অনেক কারণ হতে পারে। নীচে গুরুত্বপূর্ণ কারণ গুলো দেয়া হলঃ

পুরুষ জনিত কারণ –20130926043241

• আন্ডিসেন্ডেড টেস্টিস(undescended testis)

• হাইপোস্পেডিয়াস(hypospadias)

• কার্টাজেনার সিন্ড্রোম(kartagener’s syndrome)

• ভেরিকোসিল(varicocele)

• বিগ হাইড্রোসিল(big hydrocele)

• ফাইলেরিয়াসিস(filariasis)

• মাম্পস অরকাইটিস(mumps orchitis)

• ব্রোঙ্কিয়েক্টেসিস(bronchiectasis)

• হাইপোথেলামিক ডিসফাংশন(hypothalamic dysfunction)

• পিটুইটারি ফেইলিউর(pituitary failure)

• ম্যালনিউট্রিশন(malnutrition)

• হেভি স্মোকিং(heavy smoking)

• থাইরয়েড ডিসফাংশন(thyroid dysfunction)

নারী জনিত কারণ –

• এনঅভুলেশন(anovulation)

• ডিক্রিজড অভারিয়ান রিজার্ভ(decreased ovarian reserve)

• লুটিয়াল ফেজ ডিফেক্ট(luteal phase defect)

• পেলভিক ইনফেকশন(pelvic infection)

• প্রিভিয়াস টিউবাল সার্জারি( previous tubal surgery)

• ইউটেরাইন হাইপারপ্লাসিয়া( uterine hyperplasia)

• ফাইব্রোয়েড ইউটেরাস(fibroid uterus)

• এন্ডোমেট্রাইটিস(endometritis)

• কঞ্জেনিটাল মেলফরমেশন(congenital infection)

• ইউটেরাইন সিনাশিয়া(uterine synechiae)

• ভেজাইনাল এট্রেসিয়া( vaginal atresia)

• নেরো ইন্ট্রইটাস কজিং ডিসপেরিউনিয়া (narrow intoitus causing dyspareunia)

• কঞ্জেনিটাল ইলঙ্গেশন অফ সারভিক্স (congenital elongation of cervix)

নারীজনিত কারণ অনুসন্ধানের কিছু টেস্ট-image_20992.air pollution5

• অভুলেশন হচ্ছে নাকি তা জানতে (যাদের পিরিয়ড হয় না তাদের জন্যে, কারণ পিরিয়ড হওয়া মানেই অভুলেশন হচ্ছে)- বেসাল বডি টেম্পারেচার, সারভাইকাল মিউকাস টেস্ট, এন্ডোমেট্রিয়াল বায়োপ্সি, সিরাম প্রজেস্টেরন টেস্ট

• হিস্টেরোসাল্পিঙ্গোগ্রাফি(hysterosalpingography)

• ল্যাপারোস্কপিক ডাই টেস্ট

• টিউবাল ইন্সাফ্লেশন টেস্ট(tubal insufflation test)

• পোস্ট কয়টাল টেস্ট(post coital test)

• হিস্টেরোস্কপি(hysteroscopy)

পুরুষ জনিত কারণ অনুসন্ধানের জন্যে কিছু টেস্ট-

• সিমেন এনালাইসিস(semen analysis)

• প্রস্টেটিক স্মিয়ার অ্যান্ড কালচার(prostatic smear and culture)

• হরমোন এনালাইসিস- FSH, LH, Testosterone, TSH, T3, T4

• কেরিওটাইপিং ফর ক্লাইনফেলটার সিনড্রোম(karyotyping)
• স্পার্ম এগ্লুটিনেটিং অ্যান্ড স্পার্ম ইম্মবিলাইজিং এন্টিবডিজ
চিকিৎসা-image_24262.pregnant-women-sleep

উভয়ের জন্যে( নারী ও পুরুষ )-

• সহবাসে যে সব সমস্যা হচ্ছে তা দূর করা।
• স্বাস্থ্যের উন্নতি করা।

• দুশ্চিন্তা পরিহার করা, নেশাজাতীয় খাবার বর্জন করা ও পর্যাপ্ত বিশ্রাম নেয়া।
নারীর চিকিৎসা

(মেডিকেল ট্রিটমেন্ট)
• হরমোন থেরাপি

• ব্রোমোক্রিপ্টিন
• সারভাইকাল ডাইলেটেশন
• টিউবাল ইন্সাফ্লেশন

===========================================

ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435
ওয়েব সাইট –www.zamanhomeo.com
ব্লগ–https://zamanhomeo.com/blog
ফেসবুক–https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *