হাত নাড়াতে যখন ব্যাথা — ম্যাজিক চিকিৎসা হোমিওপ্যাথিতে ঳ ভিডিও সহ

neck_back-pain
প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ

কাঁধ থেকে হাতটা ওপরে ওঠাতে গেলেই ব্যথা। অথবা কখনো ওঠাতেই পারছেন না। পেছনে নিতেও পারছেন না। ওপর থেকে কিছু পাড়তে কিংবা জামা পরতে গিয়ে সমস্যা হচ্ছে। এমন সমস্যার নাম ফ্রোজেন শোল্ডার।
হাতের সঙ্গে কাঁধের যে সন্ধি তার নাম শোল্ডার। এই সন্ধিতে একধরনের প্রদাহ হলে তাকে ফ্রোজেন শোল্ডার বলে। এতে সন্ধির ভেতরকার তরল সাইনোভিয়াল ফ্লুইড ধীরে ধীরে কমে যায়। ফলে কাঁধের সন্ধি জমে যায় বা শক্ত হয়ে যায়। একে চিকিৎসাবিজ্ঞানে অ্যাডেসিভ ক্যাপসুলাইটিসও বলা হয়। ৪০-৬০ বছর বয়সী নারীরা এতে প্রায়ই আক্রান্ত হন।
চিকিৎসাarthritis-shoulder
ফ্রোজেন শোল্ডারের রোগীর কাছে মনে হয় ব্যথাই প্রধান সমস্যা। কিন্তু এখানে মূল সমস্যা হলো সন্ধি জমাট বা শক্ত হয়ে যাওয়া।
রোগী ব্যথার ভয়ে হাত নাড়ানো বন্ধ রাখলে সন্ধি আরও শক্ত হয়ে যাবে। তাই ব্যথা কমানোর ওষুধের চেয়ে হাত নাড়ার ক্ষমতা ফিরে পাওয়ার চিকিৎসা বেশি জরুরি। এ ক্ষেত্রে ব্যথা নিয়ন্ত্রণে রেখে হাত নাড়াচাড়া করার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য ব্যায়াম বা ফিজিওথেরাপি করতে হবে।

ফ্রোজেন শোল্ডার
উপসর্গ
কাঁধ শক্ত হয়ে যাওয়া।
কাঁধ থেকে হাত নড়ানোর ক্ষমতা হ্রাস।
আক্রান্ত পাশে শুতে গিয়ে কষ্ট।
হাতে দুর্বলতা।

কেন হয়?elbow-arthritis-treatment
প্রধান কারণ এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে ঝুঁকিগুলো চিহ্নিত।
ডায়াবেটিস।
কাঁধের সন্ধিতে কোনো আঘাত।
কোনো কারণে দীর্ঘদিন যদি সন্ধি অকার্যকর থাকে, যেমন শয্যাশায়ী বা পক্ষাঘাতগ্রস্ত রোগী।
ফুসফুস, হূৎপিণ্ড বা হাতের অস্ত্রোপচারের পর।
থাইরয়েডের সমস্যা।

চিকিৎসা–
এ সমস্যার জন্য একমাত্র হোমিওপ্যাথ চিকিসা,ডান ও বাম হাতের জন্য হোমিওপ্যাথ আলাদা মেডিসিন আছে ,যে হাতে সমস্যা সে মেডিসিন খেলে দ্রুত এ সমস্যা দুর হয়ে যায়,এতা দ্রুত আরোগ্য হবে যে কজল্পনা করা যায় না


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল,

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435 //01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

★ পোস্ট ভাল লাগলে লাইক ★ শেয়ার করে পেইজে একটিভ থাকুন
★★ওয়েব সাইট –www.zamanhomeo.com ★★
★★ব্লগ– https://zamanhomeo.com/blog ★★

Face Book page : ( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *