হার্টের ব্লকে রিং পরানোর পরও কি পুনরায় ব্লক হতে পারে?

coronaryহার্টে ব্লক ধরা পড়লে অধিকাংশ ক্ষেত্রেই এনজিওপ্লাস্টি করা হয়। রিং পরালে আবার ব্লক হতে পারে কি না, এমন প্রশ্ন অনেকেরই।

বিশেষজ্ঞের মতামত হচ্ছে, রিং পরানোর পর কিছু ক্ষেত্রে আবারও ব্লক সৃষ্টি হতে পারে। ব্লক হূিপণ্ডের যেকোনো ধমনিতে হতে পারে, এমনকি আগের বসানো রিংয়েও হতে পারে। রিং বসানোর পরও পুনরায় ব্লক সৃষ্টি যেন হতে না পারে, সেজন্য চিকিত্সকের পরামর্শ অনুযায়ী নিয়মিত কিছু ওষুধ, যেমন রক্ত পাতলাকারী ওষুধ সেবন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, খাবার নিয়ন্ত্রণসহ কিছু নিয়ম মেনে চলতে হয়। নিয়ম ঠিকমতো না মানলে ব্লক সৃষ্টির আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *