হার্ট অ্যাটাকের মতোই যন্ত্রণাদায়ক পিরিয়ডের ব্যথা

rupcare_pain

বহু নারীকেই মাসান্তে যন্ত্রণাদায়ক ব্যথা সহ্য করতে হয়। গবেষকরা জানাচ্ছেন, কোনো কোনো নারীর এ ব্যথা এত তীব্র হয় যে, তা হার্ট অ্যাটাকের ব্যথার মতোই যন্ত্রণাদায়ক হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সম্প্রতি একজন মেডিক্যাল বিশেষজ্ঞ জানিয়েছেন নারীদের এ পিরিয়ডজনিত ব্যথা হার্ট অ্যাটাকের ব্যথার মতোই যন্ত্রণাদায়ক। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ হার্ট অ্যাটাকের ব্যথার মতোই বাজে।’
বহু নারীকেই পিরিয়ডের ব্যথা নিবারণে গরম পানির বোতল,হোমিওপ্যাথি মেডিসিন ও বিশেষ শারীরিক অনুশীলনের পরামর্শ দেওয়া হয়। তবে এসব বিষয় প্রায়ই এ যন্ত্রণা উপশম করতে পারে না।
সম্প্রতি এক গবেষণায় নারীদের পিরিয়ডের এ ব্যথা বিষয়ে অনুসন্ধান করা হয়। এতে উঠে এসেছে, প্রতি পাঁচজনে একজন নারী এ ব্যথায় প্রচণ্ড কাবু হয়ে পড়েন। তবে এটি নিরাময়ের কোনো কার্যকর পদ্ধতি নেই।
গবেষক অলিভিয়া গোল্ডহিল সম্প্রতি এ বিষয়ে গবেষণাটি করেছেন। এতে তিনি তুলে ধরেছেন নারীর পিরিয়ডের যন্ত্রণার বিষয়টি।’
এ বিষয়ে নর্থশোর ইউনিভার্সিটি হেলদিসিস্টেম-এর গবেষক ফ্র্যাংক টু বলেন, বহু চিকিৎসককেই দেখা যায় আইবুপ্রোফেন ব্যবহার করে এ ব্যথা উপশমের পরামর্শ দিতে। যদিও এ ব্যথাটি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক গন গিলিয়াডের দৃষ্টিতে হার্ট অ্যাটাকের ব্যথার মতোই যন্ত্রণাদায়ক।
গবেষকদের দৃষ্টিতে পিরিয়ডের সময় এ ব্যথাটিকে ডিসম্যানোরিয়া বলা হয়। এটির কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। এর অন্যতম কারণ হলো, জরুয়ুর মাঝে থাকা কোষগুলোর সংকোচন। তবে কোনো কোনো নারীদের মাঝে এ ব্যথার তারতম্য হয়। কারো বেশি ব্যথা ও কারো কম ব্যথা হয়। এক্ষেত্রে ঠিক কী কারণে এ ব্যথার তারতম্য হয়, তা নিয়েও উল্লেখযোগ্য গবেষণা হয়নি।

এ প্রসঙ্গে পেন স্টেট কলেজ অব মেডিসিনের গবেষক রিচার্ড লার্গো বলেন, কোনো কোনো নারীর পিরিয়ডে যন্ত্রণা কেন বেশি হয় তা একটি মিলিয়ন ডলারের প্রশ্ন।
গিলিয়াড বিশ্বাস করেন পিরিয়ডের ব্যথা বিষয়টিকে পুরুষ ও নারী উভয় চিকিৎসকরাই অবজ্ঞা করেন। তিনি বলেন, পুরুষেরা এ ব্যথা ভোগ করেন না এবং এ কারণে ব্যথাটিকে সেভাবে গুরুত্ব দেন না। অন্যদিকে নারী চিকিৎসকরা এ বিষয়টিকে অবজ্ঞা করেন এ কারণে যে, তাদের অনেকেই সেভাবে ব্যথা অনুভব করেন না। অন্যদিকে যারা এ ব্যথা অনুভব করেন তারা মনে করেন আমি এটি সহ্য করতে পারলে সে কেন পারবে না।

চিকিৎসা= এ সমস্যার জন্য হোমিওপ্যাথ একমাত্র চিকিৎসা,দ্রুত কোনো ভালো হোমিওপ্যাথ ডাক্তারের পরার্মশ নিন।

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435 //01670908547
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
ওয়েব সাইট –www.zamanhomeo.com

( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *