হোমিওপ্যাথিক ঔষধের সঙ্গে এলোপ্যাথিক, ইউনানী, আয়ুর্বেদীয় প্রভৃতি যে-কোন ঔষধ খাওয়া যাবে কি ?

untitled-1-copy

হোমিওপ্যাথিক  ঔষধের সঙ্গে এলোপ্যাথিক,  ইউনানী,  আয়ুর্বেদীয়  প্রভৃতি  যে-কোন  ঔষধ খাওয়া যাবে কি ?

এলোপ্যাথিক,  ইউনানী,  আয়ুর্বেদীয়  প্রভৃতি  যে-কোন  ঔষধের  সাথে  হোমিওপ্যাথিক  ঔষধ  খেতে  পারেন।  এতে  হোমিওপ্যাথিক  ঔষধের  সাথে  সেগুলোর  আন্তক্রিয়া (interaction)  হওয়ার  তেমন  কোন  সম্ভাবনা  নেই।  মাত্রাতিরিক্ত  রিফাইন  করার  কারণে  হোমিও  ঔষধের  বস্তুগত  অস্তিত্ব  বিলীন  হয়ে  যায়  এবং  সেগুলো  শক্তিতে  পরিণত  হয়ে  যায়।  আর  বাস্তবতা  হলো  বস্তু  এবং  শক্তির  মধ্যে  সাধারণত  রিয়েকশন  হয়  না।  হ্যাঁ,  যদি  কখনও  হোমিও  ঔষধ  অন্যান্য  ঔষধের  সাথে  রিয়েকশান  করে  থাকেও,  তবে  সেটা  হাজারে  দু’এক  ক্ষেত্রে।  বাস্তবে  অনেকেই  জন্মনিয়ন্ত্রণ,  ডায়াবেটিস,  হাই  ব্লাড  প্রেসার  ইত্যাদির  এলোপ্যাথিক  ঔষধের  সাথে  হোমিওপ্যাথিক  ঔষধ  খেয়ে  থাকেন।  তাতে  হোমিও  ঔষধের  কাজে  কোন  বাধা  সৃষ্টি  হয়  না।  তবে  সতর্কতা  হিসেবে  হোমিও  ঔষধটি  অন্যান্য  ঔষধ  খাওয়ার  অন্তত  আধা  ঘণ্টা  আগে  খেয়ে  নেওয়া  ভালো  হবে।

এ  জন্য একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথ চিকিৎসকের পরার্মশ নিয়ে মেডিসিন খাবেন,

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435 //01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

★ পোস্ট ভাল লাগলে লাইক ★ শেয়ার করে পেইজে একটিভ থাকুন
Face Book page : ( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *