হোমিওপ্যাথিক চিকিৎসা ও কিছু প্রশ্ন এবং উত্তর

homeopathyyyyyপ্রশ্নঃ  এক ড্রাম গ্লোবিউলে কয়ফোটা ওষুধ দেয় উচিৎ তা নিয়েও চিকিৎসকদের মধ্যে মতভেদ দেখি। মতভেদ দেখি একড্রাম পানীয় ওষুধ তৈরির বেলাতেও। এমনকি কতটুকু করে খওয়াতে হবে, কবার খাওয়াতে হবে, কখন খাওয়াতে হবে, কোন কোন খাবার থেকে রোগিকে বিরত রাখতে হবে, এসব নিয়েও একমত হতে পারেন না অনেকেই… আমাদের মতো শিক্ষার্থীদের তাহলে কী করা উচিৎ ?

উত্তর :  এসব  ব্যাপারে  অর্গাননে  হ্যানিম্যান  কি  বলেছেন, তাই  আমাদেরকে  মেনে  চলতে  হবে ।  তবে  হ্যানিম্যানের  কথাকে  কোন  বিজ্ঞানী  কিভাবে  ব্যাখ্যা  করেছেন,  তাও  বিবেচনার  বিষয় ।  সে  যাক,  হ্যানিম্যানের  থিওরীকে  দুইজন  বিপরীতমুখী  বিজ্ঞানী  দুইভাবে  ব্যাখ্যা  করেছেন  এবং  প্রয়োগ  করেছেন ।  তারা  হলেন  কেন্ট  এবং  বার্নেট ।  আপনি  এই  দুইজনের  বই  বেশী  বেশী  পড়ুন,  তাহলে  বিষয়টি  আপনার  কাছে  আর  জটিল  মনে  হবে  না ।  মোটকথা  হোমিওপ্যাথির  থিওরীগুলিতে  অনেক  কোমলতা  আছে ;  এদেরকে  পাথরের  মতো  শক্ত  মনে  করবেন  না ।

প্রশ্নঃ এমন  কোন  সফটওয়ার  কি  আছে  যাতে  রোগের  লক্ষণসমূহ  দিলে  রোগের  নাম  চলে  আসে ?

উত্তর ঃ  হোমিওপ্যাথিক  সফটওয়ারগুলিতে  রোগের  লক্ষণসমূহ  দিলে  সম্ভাব্য  ঔষধগুলির  নাম  চলে  আসে ।  কেননা  হোমিওপ্যাথিতে  লক্ষণের  দাম  আছে  কিন্তু  রোগের  নামের  কোন  দাম  নাই ।  লক্ষণসমূহ  দিলে  রোগের  নাম  চলে  আসবে  এমন  সুবিধা  এলোপ্যাথিক  সফটওয়ারে  থাকতে  পারে ।

প্রশ্নঃ কোন  হোমিওপ্যাথিতে  ঔষধকে  নাক-কান-গলার  শ্রেষ্ট  ঔষধ  বলা  হয় ?

উত্তর ঃ  ক্যালি  বাইক্রোমিকাম । নাক-কান-গলার  অধিকাংশ  রোগেই  ইহার  লক্ষণ  পাওয়া  যায় ।  দুইটি  অদ্ভূত  লক্ষণের  উপর  ভিত্তি  করে  ক্যালি  বাইক্রোম  প্রয়োগ  করা  হয়ে  থাকে – খুবই  আঠালো  কফ-থুতু-নাকের  শ্লেষ্মা (টানলে  সুতার  মতো  লম্বা  হয়)  এবং  অল্প  একটু  জায়গায়  ব্যথা (একেবারে  সূচের  মাথার  সমপরিমাণ) ।

প্রশ্নঃ ভাইজান কেমন আছেন ? আমি একজন পল্লী হোমিও চিকিৎসক ! চার মাস ধরে একাজের সাথে জড়িত । আমার খুবুই ইচ্ছা আজীবন জড়িত থাকার । কিন্তু মাঝে মনে হয় আমি রোগীদের সাথে প্রতারনা করছি । কারন সঠিক ঔষধ নির্বাচন করেতে পারছিনা । এমন কোন বই কি আছে যা দেখে আমি সহজে চিকিৎসা করতে পারব ? থাকলে দয়া করে জানাবেন ।

উত্তর ঃ  যে-কোন  নতুন  রোগে  একোনাইট  খাওয়ান  এবং  যে-কোন  পুরাতন  রোগে  সালফার,  নাক্স  ভমিকা  আর  থুজা  এই  তিনটি  ঔষধ  ঘুরিয়ে  ফিরিয়ে  খাওয়ান ।  এমন  রোগ  কমই  আছে  যা  এই  চারটি  ঔষধে  আরোগ্য  হয়  না ।  ৩০  শক্তির  ঔষধ  ব্যবহার  করবেন  আর  ডায়েরিয়া  ছাড়া  প্রত্যেক  রোগীকে  ডায়েট  কনট্রোল  করতে  বলবেন । এখনকার  চিকিৎসা  বিজ্ঞানীরা  বলেন,  বেশী  বেশী  রোজা  রাখার  মাধ্যমে  সর্দি  থেকে  ক্যানসার  সব  রোগই  আরোগ্য  করা  সম্ভব ।  ডাঃ  জামানের  প্রেসক্রাইবার্স  গাইড  নামে  একটি  বই  মার্কেটে  পাওয়া  যায়  যা  আপনাকে  সঠিক  ঔষধ  নির্বাচনে  অনেক  সাহায্য  করবে ।

প্রশ্নঃ  হোমিওপ্যাথি,  হোমিও  ঔষধ  অথবা  হোমিও  ডাক্তারদের  পাবলিসিটিকে  অনেকে  খারাপ  দৃষ্টিতে  দেখেন ।  ইহা  কি  আসলেই  কোন  খারাপ  কাজ ?

উত্তর ঃ  পাবলিসিটি  বা  প্রচারনাকে  খারাপ  ‍দৃষ্টিতে  দেখা  একটি  খুবই  বিপদজনক  ভুল ।  আসল  কথা  হইল  প্রচার-প্রপাগান্ডার  কোন  বিকল্প  নাই ।  দুনিয়াতে  ভাল-মন্দ  দুটোই  টিকে  আছে  প্রচারনার  উপর  ভিত্তি  করে ।  হ্যানিম্যান  যদি  হোমিওপ্যাথি  আবিষ্কার  করে  চুপচাপ  থাকতেন,  তবে  কিন্তু  এমনি  এমনি  পৃথিবীর  আনাচে-কানাচে  হোমিওপ্যাথি  ছড়িয়ে  পড়ত  না ।  হ্যানিম্যানের  সময়  রেডিও-টিভি-ইন্টারনেট  ছিল  না ।  বই  এবং  পত্রিকার  মাধ্যমে  হ্যানিম্যান  প্রচারনা  চালাতেন ।  তবে  জরুরি  প্রয়োজনের  সময়  হ্যানিম্যান  লিফলেট  ছাপিয়েও  প্রচার  করতেন ।  হ্যানিম্যানের  সময়  ইউরোপে  একবার  ভয়াবহ  আকারে  কলেরার  প্রাদুর্ভাব  হলে  এলোপ্যাথিক  ডাক্তার  তাদের  গতানুগতিক  অভ্যাস  মতো  রোগীদের  রক্তনালী  কেটে  অথবা  রোগীদের  শরীরে  অনেকগুলো  জোঁক  লাগিয়ে  দিয়ে  রক্ত  ফেলে  দিয়ে  কলেরার  চিকিৎসা  করতে  ছিল  এবং  রোগীরা  ফটাফট  কবরে  চলে  যাইতেছিল ।  তখনকার  দিনে  এলোপ্যাথিক  ডাক্তারদের  বিশ্বাস  ছিল  যে,  সকল  রোগের  মূল  কারণ  হইল  শরীরে  রক্তের  পরিমাণ  বৃদ্ধি  পাওয়া ।  এমন  পরিস্থিতিতে  সাধারণ  রোগীদের  জীবন  রক্ষা  এবং  এলোপ্যাথিক  ডাক্তারদের  ভুল  ধারনা  দূর  করার  জন্য  হ্যানিম্যান  সারা  ইউরোপে  কলেরা  রোগের  চিকিৎসা  বিষয়ক  লিফলেট  বিতরন  করে  জনসচেতনতা  সৃষ্টি  করেন । maxresdefault

 

প্রশ্নঃ ।  আমার ছেলেটার প্রচন্ড কাশি। বুকে সাঁই সাঁই শব্দ ও কাশতে কাশতে টানের মতো হয়ে যায় দেখে sambucus 200 দিয়েছিলাম তিন মাত্রা। দুপুরের দিকে কাশি কিছুটা কমে গিয়ে বিকেল থেকে আবার বেড়েছে। মাঝে মাঝে বলে কথা বলতে কষ্ট হয়। গলায় আটকে আসে… কি দেবো বুঝতে পারছি না।

উত্তর ঃ  কাশি  যদি  সত্যিই  মারাত্মক  হয়,  তবে  ব্রায়োনিয়া  ছাড়া  অন্য  কোন  ঔষধের  কথা  চিন্তা  করবেন  না ।  ব্রায়োনিয়া  ব্যর্থ  হলেই  কেবল  তখন  অন্য  কোন  ঔষধের  কথা  ভেবে  দেখতে  পারেন । হ্যাঁ,  ব্রায়োনিয়ার  লক্ষণ  না  থাকলেও  প্রথমে  দুয়েক  মাত্রা  ব্রায়োনিয়া  খাওয়ান ।  কেননা  যেই  ঔষধ  যেই  অঙ্গের  উপর  বেশী  কাজ  করে,  সেই  অঙ্গের  ব্যাধিতে  সেই  ঔষধ  প্রয়োগ  করাও  সম্পূর্ণ  হোমিওপ্যাথিক  বা  সদৃশ  বিধান  সম্মত ।  আর  ব্রায়োনিয়া  যে-সকল  অঙ্গ-প্রত্যঙ্গের  উপর  বেশী  কাজ  করে  তাদের  মধ্যে  ফুসফুস  অন্যতম ।  ব্রায়োনিয়ায়  কোন  উপকার  না  হইলে  তখন  রোগীর  মধ্যে  অন্য  কোন  ঔষধের  লক্ষণ  আছে  খুঁজে  বের  করুন  এবং  সেটি  খাওয়ান ।

প্রশ্নঃ আমার ছেলের বয়স 9 বছর। ছোটবেলায় বেশ চিকন গড়নের ছিল। চার বছর বয়সের সময় পড়ে গিয়ে হাত ভেঙ্গে গেছিল। অপারেশন করতে হয়েছে। তারপর থেকে স্বাস্থ্য বাড়তে থাকে। যদিও জেনেটিক্যালি ওরা মানে ছেলের বাবা, চাচা, ফুপুরা, দাদা সবাইই স্থুল স্বাস্থ্যের অধিকারী। বর্তমানে ছেলের ওজন 49 কেজি। যেটা বলতে চাচ্ছি, সেই সমস্যাটা ধরা পড়ে খৎনা করানোর সময়। ওর পেনিস এতোই ছোট যে খৎনা করার যায়গায় নাকি পাওয়া যাচ্ছিল না। তখন ডাঃ বলেছেন বাল্কিনেসের কারনে এমন হয়েছে। বর্তমানে পরিবারের সবাই এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হতে বলছেন। আমি চাচ্ছি হোমিও ট্রিটমেন্ট নিতে। এ বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি ? ওজন কমানো দরকার। পাশাপাশি পেনিস স্বাভাবিকের চেয়ে ছোট হওয়ার কারনে ভবিষ্যতে ওর যৌন জীবনে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি না, থাকলে এর প্রতিকার কি জানতে চাচ্ছিলাম।

উত্তর ঃ  সাধারণত  যাহারা  অতিরিক্ত  মোটা  তাহাদের  পেনিস,  ব্রেস্ট,  নিতম্ব  ইত্যাদি  দেখতে  মনে  হয়  ছোট  কিন্তু  প্রকৃতপক্ষে  তাহাদের  আকার  ঠিকই  আছে ।  আর  ইহাতে  তাহাদের  ভবিষ্যৎ  দাম্পত্য  জীবনে  কোন  সমস্যা  হয়  না ।  তবে  যাহাদের  মধ্যে  বংশগতভাবে  মোটা  হওয়ার  প্রবনতা  আছে,  তাহাদেরকে  সারাজীবনই  মাঝে  মাঝে  আয়োডিয়াম,  ফাইটোল্যাক্কা,  ফিউকাস  ইত্যাদি  ঔষধ  খেয়ে  অথবা  অন্যান্য  পদ্ধতি  অনুসরন  করে  ওজন  নিয়ন্ত্রণে  রাখার  চেষ্টা  করতে  হবে ।  শিশুদেরকে  এলোপ্যাথিক  ঔষধ  খাওয়ানো  উচিত  না ।  কেননা  তাহাতে  ঔষধের  মারাত্মক  সাইড-ইফেক্টের  কারণে  এমন  সব  রোগের  সৃষ্টি  হইয়া  থাকে  যাহা  শিশুদেরকে  সারাজীবন  ভোগান্তির  শিকারে  পরিণত  করিয়া  থাকে।

প্রশ্নঃ একজন  রোগীর  ওভারিতে  চকোলেট  সিষ্টের  জন্য  ল্যাপারোস্কোপি  অপারেশান  করেছে ।  পাঁচ  বছর  পরে  সেখানে  আবারো  সিষ্ট  দেখা  দিয়াছে ।  আমার  প্রশ্ন  হলো  সিষ্টের  সাইজ  কত  বড়  হলে  হোমিওপ্যাথিক  চিকিৎসার  সীমার  বাইরে  চলে  যায়  এবং  অপারেশান  করা  ছাড়া  উপায়  থাকে  না ?12936672_1079155608822750_1381255659049608667_n

উত্তর ঃ  চকোলেট  সিষ্ট  হউক  আর  বিস্কিট  সিস্ট (হি-হি-হি) হউক,  নাম  নিয়ে  চিন্তা  করার  দরকার  নাই ।  লক্ষণ  অনুযায়ী  ঔষধ  খাওয়াতে  থাকুন,  নিশ্চিত  সেরে  যাবে ।  আর  আকারের  কথা  বলছেন ?  সিস্ট  বা  টিউমারের  সাইজ  যদি  বিশ  ত্রিশ  কেজিও  হয়,  তাও  অপারেশান  লাগবে  না ।  হোমিওপ্যাথিক  ঔষধেই  নিরাময়  হবে ।  হ্যাঁ,  তবে  যদি  মনে  করেন  অত্যধিক  বড়  সিস্ট  বা  টিউমারের  কারণে  রোগীর  শ্বাসনালী,  খাদ্যনালী  বা  রক্তনালীর  উপর  ভীষণ  চাপ  পড়েছে  এবং  তাতে  রোগীর  হঠাৎ  মৃত্যুর  সম্ভাবনা  আছে,  সেক্ষেত্রে  রোগীকে  হাসপাতালে  পাঠাতে  পারেন ।

প্রশ্নঃ মহোদয়, আসছালামু আলাইকুম, আমার খুব জানতে ইচ্ছে করছে যে, “মধু” দিয়ে কি হোমিওপ্যাথি কোন ঔষধ তৈরী হয় কি না ? হলে তার নাম কি ?  “কালিজিরা” দিয়ে কি হোমিওপ্যাথি কোন ঔষধ তৈরী হয় কি না ? হলে তার নাম কি ?

উত্তর ঃ-আমার  জানা  মতে,  মধু  এবং  কালোজিরা  থেকে  কোন  হোমিওপ্যাথিক  ঔষধ  তৈরী  করা  হয়  না ।

 

 

প্রশ্নঃ আসসালামু আলাইকুম। আমার বাম পায়ে হাটুর নিচে একটি ছোট টিউমার আছে। মেদপূর্ণ, চাপ দিলে বা লাগলে ব্যাথা অনুভব হয়। এছাড়া মাঝে মাঝে ব্যাথা হয়। প্রায় ১০-১২ বছর হবে। একই আকার, ছোট বা বড় কিছুই হয়নি। আমি প্রথমে ক্যালকেরিয়া ফস খেয়েছিলাম, আবার ক্যালকেরিয়া কার্ব উচ্চ শক্তি খেয়েছিলাম কোন কাজ হয়নি। এমতাবস্থায় আপনার পরামর্শ কামনা করছি।

উত্তর ঃ  টিউমার  এবং  ক্যানসার  জটিল  রোগের  অন্তর্ভূক্ত ।  কাজেই  হোমিওপ্যাথিক  এক্সপার্টদের  ছাড়া  অন্যদের  এসব  রোগ  নিরাময়ে  চেষ্টা  করা  বৃথা ।  Urtica  urens  Q  ঔষধটি  ১০  ফোটা  করে  রোজ  দুইবেলা  হিসাবে  তিন  মাস  খেয়ে  দেখতে  পারেন ।  কাজ  না  হলে  কোন  হোমিওপ্যাথিক  বিশেষজ্ঞের  স্মরনাপন্ন  হন ।

প্রশ্নঃ আমার বয়স ৪৩ ,ইদানিং আমি কাছের লিখা কম দেখি একটু দুরে নিলে ভালো দেখি , এজন্য হোমিও কোন ঔষদ সেবন করতে পারি, দয়া করে বলবেন কি ?

উত্তর ঃ  Carbo  vegetabilis  30  নামক  হোমিওপ্যাথিক  ঔষধটি  প্রতি  শুক্রবারে  ১  ফোটা  অথবা  ৫  বড়ি  করিয়া  ৪  সপ্তাহ  খান ।  উপকার  না  হলে  কোন  হোমিওপ্যাথিক  বিশেষজ্ঞের  স্মরনাপন্ন  হন ।

প্রশ্নঃ আমার ওয়াইফ যদি সালফার নামক হোমিওপ্যাথিক ঔষধটি  খায় আর আমি যদি তাকে চুমু দেই এবং সহবাস করি, আমার তো মনে হয় সালফারের ইফেক্ট এবং সাইড-ইফেক্ট দুটোই আমার ওপর পড়বে । আপনি কি বলেন ?

উত্তর ঃ হ্যাঁ,  তা  ঠিক বলেছেন । এলোপ্যাথিক ডাক্তাররা বলেন, এলোপ্যাথিক ঔষধ খাওয়ার ৩০ মিনিটের মধ্যে সেটি রক্তের প্রতিটি কণায় পৌঁছে যায় । আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা বলি, হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার ৩০ সেকেন্ডের মধ্যে রক্তের প্রতিটি কণিকায় পৌঁছে যায় । কেননা হোমিওপ্যাথিক ঔষধ হলো নিউক্লিয়ার মেডিসিন বা এনার্জি মেডিসিন । আমরা দুধের শিশুকে ঔষধ না খাইয়ে বরং তাহার মাকে খাওয়াই । কেননা বুকের দুধের মাধ্যমে সেটি শিশুর শরীরে প্রবেশ করে এবং কাজ করতে থাকে । কাজেই বুকের দুধে যদি ঔষধ থাকে, তবে থুতু, যোনীরস এবং বীর্যেও ঔষধ থাকা স্বাভাবিক । আর সেক্ষেত্রে চামড়ার মাধ্যমে ঔষধের ইফেক্ট এবং সাইড-ইফেক্ট অন্যের উপর পড়াই স্বাভাবিক । তবে প্রশ্ন করতে পারেন, তাহলে কিছু কিছু রোগে বিশেষ করে যৌন রোগে স্বামী স্ত্রীকে এক সাথে চিকিৎসা করার একই ঔষধ আলাদাভাবে খাওয়ানোর প্রয়োজন কেন হয় ?  আসলে স্বামী  স্ত্রীর  শারীরিক  লক্ষণ,  মানসিক  লক্ষণ,  রোগের  তীব্রতা  এবং  মায়াজম্যাটিক  গঠণ  যেহেতু  এক  নয়,  কাজেই  একই  যৌন  রোগের  জন্য  হলেও  তাদের  দুই  জনকে  একই  ঔষধ  খাওয়ানো  ঠিক  নয়  এবং  ক্ষেত্র  বিশেষে  একই  ঔষধ  খাওয়ানো  হলেও  একই  শক্তিতে  খাওয়ানো  ঠিক  নয় ।

প্রশ্নঃ আমি  বাংলাদেশ  হোমিওপ্যাথিক  মেডিক্যাল  কলেজে  গিয়েছিলাম  আমার  যৌন  দুর্বলতার  চিকিৎসার  জন্য ।  ডাক্তার  সাহেব  আমাকে  কয়েকটি  ঔষধের  পাশাপাশি  আমেরিকার  তৈরী  দেড়  হাজার  টাকা  দামী  একটি  ফুড  সাপ্লিমেন্ট  লিখে  দিলেন ।  এভাবে  ফুড  সাপ্লিমেন্ট  প্রেসক্রাইব  করা  কি  উচিত  ?  আপনার  সময়  নষ্ট  করার  জন্য  দুঃখিত ।

উত্তর ঃ বিশেষ  বিশেষ  খাবার  বিশেষ  বিশেষ  রোগের  নিরাময়ে  অনেক  সাহায্য  করিয়া  থাকে ।  এজন্য  ঔষধের  পাশাপাশি  রোগীদেরকে  বিশেষ  কোন  খাবার  অধিক  পরিমাণে  আহারের  মৌখিক  পরামর্শ  দেওয়ার  প্রচলন  আছে ।  তাই  বলিয়া  নির্দিষ্ট  কোন  কোম্পানীর  তৈরী  খাবার  খাওয়ার  জন্য  লিখিতভাবে  প্রেসক্রাইব  করা  দৃষ্টিকটু ।  অসাধু  কোন  কোন  এলোপ্যাথিক  ডাক্তাররা  এসব  করিলেও  হোমিওপ্যাথিক  ডাক্তাররা  ফুড  সাপ্লিমেন্ট  প্রেসক্রাইব  করেন  আপনার  কাছে  প্রথম  শোনিলাম ।  সে  যাক,  কোন  ডাক্তার  বিশেষ  কোন  ব্রান্ডের  ফুড  সাপ্লিমেন্ট  সাজেস্ট  করিলেও  আপনি  সেটি  বাদ  দিতে  পারেন ।

প্রশ্নঃ   একজন  রোগীর  শরীরে  দেখলাম  শত  শত  টিউমার,  গুনলে  হাজারের  উপরে  হতে  পারে ?  দেখতে  বড়  বড়  আঁচিলের  মতো  মনে  হয় ।  ইহা  কি  রোগ ?

উত্তর ঃ  এলোপ্যাথিক  পাঠ্য-পুস্তকে  এই  রোগের  নাম  দেওয়া  আছে  নিউরোফাইব্রোমেটোসিস  বা  স্মায়ুঘটিত  টিউমার (neurofibromatosis) ।  এসব  টিউমারকে  বলা  হয়  নিরীহ (benign)  অর্থাৎ  ইহারা  কখনও  রোগীর  ক্ষতি  করে  না ।  সাধারণত  কখনও  ক্যান্সারে  পরিণত  হয়  না ।  তবে  রোগীর  বয়স  বাড়ার  সাথে  সাথে  এদের  আকার  বৃদ্ধি  পায় ।  যদিও  এলোপ্যাথিতে  ইহার  কোন  চিকিৎসা  নাই  অর্থাৎ  অপারেশান  ছাড়া  কিন্তু  হোমিওপ্যাথিতে  সঠিক  ঔষধ  নির্বাচন  করা  গেলে  এটি  নিরাময়  করা  সম্ভব ।  তাছাড়া  পুরোপুরি  নিরাময়  করা  সম্ভব  না  হলেও  ইহাদের  আকৃতি  ছোট  করে  রাখা  যায়  সহজেই ।  রোগীর  শারীরিক  লক্ষণ,  মানসিক  লক্ষণ  এবং  মায়াজমের  উপর  ভিত্তি  করিয়া  সুনির্বাচিত  ঔষধ  প্রয়োগে এই  রোগ  নিরাময়  করেছেন  বলে  অনেকের  লেখায়  দেখেছি ।  তবে  তাহাতে  কাজ  না  হলে  ফাইটোল্যাক্কা,  আয়োডিয়াম,  স্যাংগুইনেরিয়া  ক্যানাডেনসিস,  আর্টিকা ইউরেন্স,  ক্যালকেরিয়া  ফ্লোরিকাম,  শাইলিশিয়া  ইত্যাদি  ঔষধগুলি  নিম্নশক্তিতে  একটা  পর  একটা  একমাস  একমাস  করে  দীর্ঘদিন  খাওয়ানোর  মাধ্যমে  আকার  নিয়ন্ত্রণে  রাখতে  পারেন ।

প্রশ্নঃ   আমার শশুরের প্রস্রাবের সমস্যা শুরু হয় প্রায় দুই বছর আগে থেকে। রাতে প্রস্রাব এলে টের পেতেন না। বিছানায় হয়ে যেতো। আবার মাঝেমধ্যে বসা থেকে উঠার সময় বা হাঁটাচলা করার সময় ফোঁটা ফোঁটা পড়তে থাকতো। অনেক চিকিৎসার পর যখন কোনো উন্নতি না হয়ে খুব দ্রুত অবনতি হতে থাকলো তখন ডাক্তরের পরামর্শে শেষ পর্যন্ত অপারেশন করানো হলো। কিন্তু তাতেও কোনো ফল হয়নি। অপারেশনের পর প্রায় মাস দুয়েক এমন অবস্থা গেছে যে সারাক্ষণ অনবরত প্রস্রাব ঝরছে। উঠা, বসা, হাঁটা সব অবস্থাতেই। ঔষধ খেতে খেতে কিছুটা পরিবর্তন হয়ে এখানকার অবস্থা হলো দিনের বেলা বা জাগ্রত অবস্থায় প্রস্রাবের বেগ এলে তিনি টের পান। এবং নিজেই টয়লেটে গিয়ে সেরে আসেন। কিন্তু রাতের বেলা মানে মধ্যরাতের পর এতো পরিমাণ প্রস্রাব হয় যা রীতিমতো অকল্পনীয়। ডায়াপার পরা অবস্থাতেই ডায়াপার ভরে গিয়ে বিছানা ভিজে এমনকি মাঝেমধ্যে বালিশ পর্যন্ত ভিজে থাকে। ওনার অবস্থা দেখলে আমাদেরই কষ্ট হয়। এতো এতো চিকিৎসা করানো হচ্ছে তবুও কিছুতেই কিছু হয় না। জানতে চাচ্ছিলাম হোমিওতে এর কোনো সমাধান আছে কিনা। থাকলে আপনি কি আমাকে পরামর্শ দিয়ে ওনার চিকিৎসার জন্য সহযোগিতা করবেন? উল্লেখ্য ওনার বয়স 70 বছর। দুইবার স্ট্রোক হয়েছে, একবার হার্ট এটাক হয়েছে।

উত্তর ঃ  Sabal  serrulata  Q  নামক  হোমিওপ্যাথিক  ঔষধটি  ২০  ফোটা  করে  রোজ  ২  বার  করে  ৩  মাস  খাওয়ান (আধা  গ্লাস  পানির  সাথে  মিশিয়ে) ।  প্রথমে Oxalicum  acidum  নামক  হোমিওপ্যাথিক  ঔষধটি  এক  মাত্রা  খাওয়াতে  পারেন ২০০  শক্তিতে ।

প্রশ্নঃ   স্বামীর ব্লাড পজেটিভ আর স্ত্রীর নেগেটিভ গ্রুপ হলে যে সন্তান মারা যায়, তার হোমিও ট্রিটমেন্ট আছে কিনা  ?

উত্তর ঃ  এই  রোগের  চিকিৎসায়  কেউ  হোমিওপ্যাথিক  ডাক্তারদের  নিকট  আসেন  না ।  কাজেই  এই  রোগের  হোমিওপ্যাথিক  চিকিৎসায়  সফলতার  হার  কেমন  সেই  সম্পর্কে  আমাদের  জানা  নাই ।  তবে  যেহেতু  এমন  অনেক  রোগ  হোমিওপ্যাথিক  চিকিৎসায়  নিরাময়  হয়  যাহা  অন্য  চিকিৎসায়  কল্পনার  বাহিরে,  কাজেই  আশা  করা  যায়  এই  রোগও  হোমিওপ্যাথিক  চিকিৎসায়  নিরাময়  হওয়ার  সুযোগ  আছে ।

প্রশ্নঃ   আমার  পাঁচ  বছরের  মেয়ে  শাজিনা ।  তার  স্বভাব  বড়  অদ্ভূত ।  গরম  যত  বাড়তে  থাকে  সে  তত  মোটা  জামা  পড়তে  থাকে ।  আবার  শীত  যত  বাড়তে  থাকে,  সে  তত  পাতলা  জামা  পড়তে  পড়তে  এক  সময়  পুরোপুরি  খালি  গায়ে  থাকা  শুরু  করে ।  বলেন  এই  রোগের ঔষধ  কোনটি ?

উত্তর ঃ  অদ্ভূত  ধরনের  এবং  পরস্পর  বিপরীত  ধরনের  লক্ষণ  বিশিষ্ট  রোগের  চিকিৎসায়  একটি  সুনির্দিষ্ট  ঔষধ  হইল  ইগ্নেশিয়া  এমারা ।  এটি  প্রয়োগ  করে  দেখতে  পারেন ।আসলে এই ধরনের শিশুদের আদর যত্ন এবং খাওয়া দাওয়ার সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা । আর অপুষ্টির জন্য আলফালফা শ্রেষ্ট ঔষধ । পাশাপাশি ঘুমের জন্যও এটি ভালো কাজ করে । ইহার আরেকটি একশান আছে আর তা হলো ইহা মানুষের দুঃখবোধ দূর করতে পারে এবং মনের মধ্যে আনন্দের অনুভূতি সৃষ্টি করে ।

প্রশ্নঃ স্যার  হাইপোগ্লাসেমিয়া (hypoglycemia)  মানে  সুগার  কমে  গেলে  কি  ঔষধ  খেতে  হবে  ?

উত্তর ঃ  বেলিস  পিরেনিস কিউ (Bellis  perennis  Q)  ২০  ফোটা  করে  রোজ  দুইবার  ১  মাস  খেতে  পারেন ।

প্রশ্নঃ আমার বাবার শীত কাতরতা অনেক বেশি। হালকা শীতেও কাঁপুনি চলে আসে। বেশি শীতের সময় তিন/চারটে সোয়েটার, চাদর গায়ে জড়িয়েও শীতে কাঁপে। এর জন্য কোনো ঔষধ দেয়া যাবে কি? উল্লেখ্য যে, গঠন অনুসারে চিন্তা করে গতবছর calcaria phos 10m খেতে দিয়েছিলাম। কিন্তু কোনো চেঞ্জ হয়নি।

উত্তর ঃ Fucus  vesiculosus  Q ঔষধটি  ২০  ফোটা  করিয়া  রোজ  দুইবেলা  করিয়া  খাওয়ান  এক  মাস  অথবা  আরো  বেশী  সময়  (আধা  গ্লাস  পানির  সাথে  মিশাইয়া) ।

প্রশ্নঃ salix nigra    ঔষধটা  কি  ছেলেদের  সেক্স  কমাতে  পারে ?  নাকি  নরমাল  রাখে ?  আমার  এক  আপা  আছেন  তার  হাজব্যান্ডের  যৌনশক্তি (satyriasis) কমাতে  হবে ।  কারণ  লোকটা  পরকীয়া  করে ।

উত্তর ঃ  হ্যাঁ,  স্যালিক্স  নাইগ্রা (salix  nigra  Q ) ঔষধটি  পুরুষদের  মাত্রাতিরিক্ত  যৌন  শক্তি  কমিয়ে  স্বাভাবিক  করিতে  পারে  বা  স্বাভাবিকের  চাইতেও  কমিয়ে  দিতে  পারে ।  তবে  ইহা  যৌনশক্তির  স্থায়ী  কোন  ক্ষতি  করে  না ।  ইহা  খাওয়া  বন্ধ  করার  পরে  যৌনশক্তি  ধীরে  ধীরে  আবার  নরমাল  হয়ে  যায় ।  ৫০  ফোটা  করে  রোজ  দুইবেলা  করে  খাওয়ান  আধা  গ্লাস  পানির  সাথে  মিশিয়ে ।

প্রশ্নঃ আমার  মেয়েটার  বয়স  ৪  বছর । শাৱিৱীক কোন প্রবলেম বলতে শুধু হাত কচলায় কিন্তু মূল প্রবলেম হল একা একা চলাচল করে কখনও হাসে কখনও কাঁদেও আৱ নিজে কোন কিছু করতে পাৱেনা কেহ ডাকলে সাৱা দেয়না কিন্তু কানে শ্রবন করে৷ বহু ডাক্তাৱ দেখানো হয়েছে কিন্তু তাদের মুখে একই বুলি মেয়েটা অটিস্টিকের রুগী৷ বিঃদ্রঃ এখন আপনি কোন কোন সময় দেখেন একটু কষ্ট করে বললে ভাল হতো৷

উত্তর ঃ Thuja occidentalis CM এই হোমিওপ্যাথিক ঔষধটা এক মাস পরপর একদিন খাওয়াবেন ৫টি বড়ি -এভাবে ৩ মাস ।

প্রশ্নঃ গর্ভবতী ম‌হিলার হাত পা ফু‌লে গে‌ছে । ৮ মাস ।  রোগীর  বয়স ১৭  বছর ।  ১ম বাচ্চা হ‌বে। মারাত্নক ফো‌লে গে‌ছে। এখন কি করুনীয় ?

উত্তর ঃ  Alfalfa  Q  ঔষধটি  ৫০  ফোটা  করে  রোজ  ৩  বেলা  খাওয়ান  আধা  গ্লাস  পানির  সাথে  মিশিয়ে  ।  ইহাতে  রক্তশূণ্যতা  দূর  হবে  আবার  প্রস্রাবও বৃদ্ধি  পাইবে ।  তবে  রোগীর  শারীরিক  লক্ষণ,  মানসিক  লক্ষণ, রোগের  সম্ভাব্য  কারণ  এবং  মায়াজমের  উপর  ভিত্তি  করে  ঔষধ  নির্বাচন  করতে  পারলে  আরো  ভালো  ফল  পাওয়া  যাবে ।

প্রশ্নঃ দুলাভাইয়ের সাথে বসে কথা বলছিলাম। অনেকক্ষণ ধরে দেখলাম, সারাক্ষণ থুথু করে মুখ থেকে কিছু ফেলছে। মানে অনবরত থুথু করতেই থাকেন। জিজ্ঞেস করাতে বললেন মুখে চালের গুঁড়ার মতো কি যেন সারাক্ষণ আসতে থাকে। সেটা থুথু করে ফেলতে হয়। এটার ঔষধ কি কি আসতে পারে একটু সহযোগিতা করবেন প্লিজ ?

উত্তর ঃ  সাধারণত  যে-সব  ঔষধে  গলা  শুকিয়ে  থাকার  লক্ষণ  আছে,  এমন  কোন  ঔষধ  প্রেসক্রাইব  করুন ।  সমস্যা  চলে  যাবে ।  কাজেই  Bryonia  অথবা Nux  moschata  খাওয়ান,  এগুলোতে  গলা  শুকিয়ে  থাকার  লক্ষণ  আছে ।  তবে  রোগীর  শারীরিক  লক্ষণ,  মানসিক  লক্ষণ, রোগের  সম্ভাব্য  কারণ  এবং  মায়াজমের  উপর  ভিত্তি  করে  ঔষধ  নির্বাচন  করতে  পারলে  আরো  ভালো  ফল  পাওয়া  যাবে ।

প্রশ্নঃ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ স্যার, আমার এক্টা সমস্যা হল যখন আমি ক্লাসে কিংবা কোন সেমিনারে কথা বলতে যায় তখন আমার মুখ থেকে কথা ভাল করে আসেনা (stage  fright)। জড়তা কাজ করে প্রচুর। ভাল কোন ওষুধ থাকলে দয়া করে আল্লাহর ওয়াস্তে সাজেশন দিন।

উত্তর ঃ  যেদিনই  আপনি  কোন  ইন্টারভিউ  অথবা  সেমিনারে  লেকচার  দিবেন,  সেদিন  সকালে  Gelsemium  sempervirens  30 ঔষধটি  ১  ফোটা  অথবা  ৫টি  বড়ি  খেয়ে  নিবেন ।  আশা  করি  এখন  থেকে  আপনার  আর  এধরনের  কোন  সমস্যা  হবে  না ।

প্রশ্নঃ ডা: সাহেব, আমার ছোট বোন অনার্স ১ম বর্ষে পড়ে। ওর মাথার বাম পাশে স্পর্শ করলে বা চুল আচাড়লে মাথা ঝিনঝিন করে ব্যাথা হয়। অনেক দিন থেকেই এ রকম হচ্ছে। দয়া করে কোন হোমিও ঔষধ প্রেসক্রাইব করলে উপকৃত হব।

উত্তর ঃ  Avena  Sativa Q  নামক  ঔষধটি  ২০  ফোটা  করে  রোজ  দুই  বেলা  করে  খাওয়ান  ১  মাস ।  আশা  করি  ঠিক  হয়ে  যাবে ।  আধা  গ্লাস  হালকা  গরম  পানিতে  মিশিয়ে  খাওয়াবেন ।

প্রশ্নঃ শীতকাল শুরু হলেই সর্দি সমস্যায় ভুগতে থাকি মারাত্মকভাবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতেই নাকের ভেতর সুড়সুড় করে কয়েকটা হাঁচি হয়ে সর্দি ঝরতে থাকে। কখনো কখনো হাঁচি ছাড়াও শুধু সর্দি থাকে। দুপুরের মধ্যে আবার এমনি এমনি কমে যায়। ঔষধ খেলেও কমে, না খেলেও কমে। আবার কখনো ঔষধ খেয়েও কমানো যায়না। দুপুরের পরে ঘুমালে ঘুম থেকে উঠার পর থেকে আবার একই অবস্থা দাঁড়ায়। এটার প্রতিকার বা প্রতিরোধের কোনো ব্যবস্থা আছে কি ?

উত্তর ঃ বিজ্ঞানীদের মতে, এলার্জি হইল শরীরে ক্যালশিয়াম ঘাটতির একটি লক্ষণ । কাজেই শীতের শুরুতেই উচ্চশক্তিতে এক মাত্রা ক্যালশিয়াম (Calcarea  carbonica  50M) খেয়ে নেন (১ ফোটা  অথবা  ৫টি  বড়ি)। আশা করা যায় শীতকালটা ভালই কাটবে । তবে এলোপ্যাথিক ক্যালশিয়াম ট্যাবলেট সারা জীবন খেলেও এমন ফল পাবেন না ।

প্রশ্নঃ গলার কাছে কফ চলে আসে।কোন কাশি নাই,সবসময় শুধু কফ বের হয়।

উত্তর ঃ– Jaborandi  Q  ঔষধটি  ১০  ফোটা  করে  রোজ  ২  বার  করে  খান  যতদিন  আপনার  সমস্যা  দূর  না  হচ্ছে ।  তবে  সমস্যা  চলে  গেলে  অথবা  অনেকটা  উন্নতি  হলেই  ঔষধ  বন্ধ  করে  দিবেন ।

প্রশ্নঃ ভাই আদাব নিবেন। আমার ছোট ভাইয়ের বউ সিজার করার পর মারা যায়। বড় মেয়ের বয়স ১৮ মাস ছোট মে্য়ের বয়স ৩ মাস। কিনতু দুটো বাচছা ঘুমাতে চায়না। সব সময় কান্না করে আর চারিদিকে কি খুজে। কিছু সময় ঘুমালে ঘুম ভেঙ্গে আবার কান্না শুরু করে। আবার বড় মেয়েটা কিছু খেতে চায় না। কি করতে পারি ভাই। বড় সমস্যায় আছি।

উত্তর – (1) Alfalfa Q এই হোমিওপ্যাথিক ঔষধটি ৫ ফোটা করে দুজনকে রোজ ২ বার করে খাওয়ান ৬ মাস । দুধ, পানি, হরলিক্স বা সেরেলাক ইত্যাদি যে-কোন কিছুর সাথে মিশিয়ে খাওয়াবেন ।

প্রশ্নঃ ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। আমার বয়স ৪৫।

আমি দীর্ঘ দিন বাতের ব্যথায় ছটফট করছি। আমার মায়ের এ অসুখ ছিল। দীর্ঘ দিন এ্যালপতি খেয়ে অবশেষে লিভার ক্যান্সার হয়ে অকালে মারা যান। তখন আমার বয়স ১১ বছর। বর্তমানে আমার ব্যথা এত বেশি যে আমি সহ্য করতে পারছি না। আমি পানি ব্যবহার করলে আমার সারা শরীর কামড়ায় । গিরায় গিরায় ব্যথা। আর কোমরের হাড় একটু বাঁকা হয়ে গেছে। কোমরেও খুব জ্বালা করে। উঁচু নিচু হতেই পারিনা। হাতের আঙুল ভাজ হ্যনা। গিরাগুলি ব্যাথা। এওমন কি কোন জায়গা একটু জোরে চেপে ধরলে ব্যাথা হয়। ব্যাথার অসুদ খেলে লিভার জন্ডিস দেখা দেয়। আমি ব্যথায় খুবই কষ্ট পাচ্ছি। আমি টিউশনি করি। বাচ্চাদের পরীক্ষা পড়াতে পারছি না। স্যার আমার জন্য কিছু একটা করুন। আমার হাই প্রেসার আছে। দায়বেতিস নাই। আল্লাহ হাফেজ।

উত্তর ঃ  Nux  vomica Q  নামক  হোমিওপ্যাথিক  ঔষধটি  ২০ ফোটা  করে  রোজ তিন  বেলা  খান  ১৫  দিন   (আধা  গ্লাস  পানির  সাথে  মিশিয়ে) ।  উপকার  না  হলে  কোন  হোমিওপ্যাথিক  চিকিৎসকের  স্মরনাপন্ন  হন ।

প্রশ্নঃ ডা: সাহেব, আমার ডান কাঁদে হাতের জয়েন্টে বাতের/ স্নায়ুবিক ব্যাথা । কুমিল্লা সদর হসপিটালে হোমিও বিভাগে দেখাই। Nux vom 200 প্রতি রাতে খেতে দিল। উপকার পাচ্ছি না। এখন কি ওষুধ খেলে উপকার পাব, আপনার পরামর্শ চাই।

উত্তর ঃ  Chelidonium majus Q  নামক  হোমিওপ্যাথিক  ঔষধটি  ২০ ফোটা  করে  রোজ তিন  বেলা  খান  ১৫  দিন   (আধা  গ্লাস  পানির  সাথে  মিশিয়ে) ।  উপকার  না  হলে  কোন  হোমিওপ্যাথিক  চিকিৎসকের  স্মরনাপন্ন  হন ।

প্রশ্নঃ হিপার  সালফ  খেয়ে  ফোঁড়ার  উৎপাত  কমেছে  কিন্তু  পুরোপুরি  নির্মূল  হইতেছে  না ।  এখন  কি  করা  যায় ?

উত্তর ঃ  আর্নিকা  এবং  হিপার  ঔষধ  দুইটি  হইল  ফোঁড়ার  দুইটি  শ্রেষ্ট  ঔষধ ।  তবে  শক্তি  এবং  মাত্রায়  বাড়াবাড়ি  হলে  হিতে  বিপরীত হতে  পারে ।  সেক্ষেত্রে  লক্ষণ  অনুযায়ী  অন্য  ঔষধ  মার্কসল  এবং  ইচিনেশিয়া  প্রয়োগ  করেন ।homeopathyyyyy

প্রশ্নঃ স্যার আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, স্যার আপনার দোয়ার বরকতে গতকাল ১১-১১-২০১৫ ইং তারিকে রাত ৯ টা থেকে ১০ টা ৩০ মিনিটে আমাড় ছোট ভাইয়ের উড়ুর হাড়ের অপারেশণ শেষ হোয়েছে। ডাক্তার ভাঙ্গা হাড়ের উপর পাত বসিয়ে দিয়েছে । এখন তো ঘা কাঁচা ,ঘা শুকাতে সময় লাগবে, এই অবস্থায় কী CALCAREA PHOS 6X ঔষধ টি খাইয়াতে পারব । যাতে INFECTION না হয় এবং ঘা তাড়াতাড়ি শূকায় এমন কোনো ঔষধ আছে ।

উত্তর ঃ  প্রথমে ঘা শুকানোর জন্য  Arnica  montana  6  ঔষধটি ৫ বড়ি করে রোজ তিন বেলা করে ৭ দিন খাওয়াতে পারেন ।

প্রশ্নঃ হোমিওপ্যাথিক  ঔষধ  আলফালফার  কি  কোন  সাইড-ইফেক্ট  আছে ?

উত্তর ঃ  এই  ঔষধের  একটাই  সাইড-ইফেক্ট  আছে  আর  তা  হলো  আপনার  ওজন  বেড়ে  যাইতে  পারে ।

প্রশ্নঃ আসসালামু আলাইকুম আজ আমার একটা দীর্ঘ সমস্যার কথা আপনার সাথে শেয়ার করছি। সমস্যাটি হল প্রস্রাবজনিত। এই সমস্যায় আমি ভুগছি 19-20 বছর থেকে। আমার বয়স এখন 26। সমস্যা হল আমি প্রস্রাব করে উঠার পর ফোটায় ফোটায় প্রস্রাব ঝরে। অনেককেই বলেছি কিন্তু কেই সমাধান দিতে পারে নি। কেই বলেছে পরিপূর্নভাবে প্রস্রাব করতে, আবার কেই কেই বলেছে প্রস্রাব করার পর কিছু্ক্ষন বসে থাকতে কমোডে। কিন্তু কোন কাজই হয়নি। প্রস্রাব করার পর কিছু্ক্ষন বসে থাকার পর উঠে হাটলেই কয়েক ফোটা প্রস্রাব ঝরে যায়। একারনে আমি কখনোই প্রস্রাব করার পর নামাজ পরতে পারি না। জানিনা এটা কোন রোগ কিনা। আপনার মতামত চাইছি, সাথে সাথে হোমিওপাথিতে এর কোন সমাধান থাকলে তারও পরামর্শ চাইছি। ধন্যবাদ

উত্তর ঃ  Sabal  serrulata  Q  নামক  হোমিওপ্যাথিক  ঔষধটি  ২০ ফোটা  করে  রোজ তিন  বেলা  খান  দুই  মাস  (আধা  গ্লাস  পানির  সাথে  মিশিয়ে) ।  উপকার  না  হলে  কোন  হোমিওপ্যাথিক  চিকিৎসকের  স্মরনাপন্ন  হন ।

প্রশ্নঃ ভাই সালাম রহিল। আমার দুই পায়ের হাটু থেকে গোড়ালী পর্যন্ত সম সময় ঝি ঝি করে, মাঝে মধ্যে এক পায়ে গোড়ালী সোজা মনে হয় শিরা ছিড়ে গেছে । খোড়ায় খোড়ায় হাটি। আবার খুবই ভাল ভাবে হাটতে পারছি। ঝি ঝি করা সব সময় থাকে। এখন আমি হুমিয়াপতি কি ঔষধ খাবে একটু নিয়মসহ বলুন।

উত্তর ঃ   Avena  sativa  Q  ঔষধটি  ২০  ফোটা  করে  রোজ  দুইবেলা  করে  আধা  গ্লাস  পানির  সাথে  মিশিয়ে  খান  ১  মাস ।  উপকার  না  হলে  কোন  হোমিওপ্যাথিক  চিকিৎসকের  স্মরনাপন্ন  হন ।

প্রশ্নঃ  স্যার আপনি আপনার লেখা বই এ লিখেছেন এবং ফেসবুক পোষ্টে সবসময় লিখেন হোমিওপ্যাথি চিকিৎসা সবচাইতে সাশ্রয়ী ।  কিন্তু আমি নিউমার্কেট একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম একটি ছোট টিউমার সমস্যা নিয়ে,  তিনি আমাকে বললেন প্রতি মাসে ১০-১২ হাজার টাকার ঔষধ লাগতে পারে। এখন আমি কি করতে পারি ? এই :ডাক্তারের কাছে থেকে আমার ঔষধ খাওয়া ঠিক হবে?আপনার চেম্বার কবে থেকে খুলবেন দয়া করে জানাবেন ?

উত্তর ঃ  আমার  মনে  হয়,  হোমিওপ্যাথিক  ডাক্তারদের  এমন  ব্যবসায়িক  মানসিকতার  কথা  হ্যানিম্যান  জানিতে  পারিলে  নিশ্চয়  হোমিওপ্যাথি  আবিষ্কার  করিয়া  তিনি  যে  অপরাধ  করিয়াছেন  সেজন্য  সকলের  নিকট  ক্ষমা  প্রার্থনা  করিতেন  এবং  পুণরায়  এলোপ্যাথিতে  চলিয়া  যাইতেন ।  সে  যাক,  কোন  কোন  এলাকাতে  চেম্বার  পজেশন  নিতে,  চেম্বার  সাজাতে,  ঔষধ  কিনিতে  এবং  চেম্বারের  মাসিক  ভাড়া  ইত্যাদিতে  প্রায়  কোটি  টাকা  খরচ  হয়ে  যায় ।  সেক্ষেত্রে  ডাক্তারের  ফি  এবং  ঔষধের  মূল্য  বৃদ্ধি  না  করিয়া  উপায়  থাকে  না ।  কিন্তু  তার  পরেও  রোগীদের  আর্থিক  সামর্থের  দিকেও  ডাক্তারদের  খেয়াল  রাখা  উচিত ।

প্রশ্নঃ একটা লোকের বয়স ৪০।

(পুরুষ) আজ থেকে চার বছর আগে ঘন ঘন প্রস্রাব হতো। বিশেষ করে রাতের বেলায়। Urine r/e পরীক্ষায় Rbc ধরা পড়ে। বিভিন্ন ডাক্তার তাকে অনেক এন্টিবায়োটিক ঔষধ দেন। একজন ইউরোলজী ডাক্তার দেখানোর পর সে Cystodcopy করার পরামর্শ দেন। রোগীটার দুর্ভাগ্য হল ঐ ইউরোলজী ডাক্তার Cystoscopy করার পর রোগীর প্রস্রাবে জ্বালা পোড়া ব্যাথা দেখা দেয়। এন্টিবায়োটিক আরো খায়। এন্টিবায়োটিক প্রায় শেষ। বর্তমানে Urine এর সাথে Rbc নেই। কিনতু প্রস্রাবে অসম্ভব জ্বালা পোড়া ব্যাথা। প্রস্রাবটা মাঝে মাঝে ক্লিয়ার হয়না। গায়ে গায়ে জ্বর থাকে। জ্বর কয়েকদিন বন্ধ থাকে। আবার আসে। Cystoscopy রিপোর্টে বলা হয়েছে ওভার এ্যাকটিভ ব্লাডার। ঐ জন্যই ঘন ঘন প্রস্রাব হয় অন্য কোন সমস্যা নেই। কিনতু রোগীর ধারনা CYSTOSCOPY করার সময় ইনফেকশান হয়ে যায়। যার ফলে প্রস্রাবে জ্বালা পোড়া ব্যাথা দেখা দেয়। ঐ পরীক্ষাটা না করলে প্রস্রাবে জ্বালা পোড়া দেখা দিত না। বেশী বলে ফেললাম। এখন মুল সমস্যা প্রস্রাবে জ্বালা পোড়া ব্যাথা গায়ে গায়ে জ্বর থাকে। এব্যাপারে আপনার পরামর্শ ও একটা প্রেসকিপশান চাচ্ছি।

উত্তর ঃ Staphisagria  30 ঔষধটি    ৫  বড়ি  করে  রোজ  তিনবেলা  করে  খাওয়ান  যতক্ষন  না  সমস্যার উন্নতি  হয় ।  দুই  তিন  দিনের  মধ্যে  কোন  ফল  না  পেলে Cantharis  30 ঔষধটি  একই  নিয়মে  খাওয়াতে  পারেন ।  অবশ্য প্রথমে হাই পাওয়ারে এক ডোজ থুজা ঔষধটি খাওয়াতে পারেন ।

প্রশ্নঃ প্রিয়  স্যার,  তিন  দিন  আগে  সিজারের  মাধ্যমে  আমার  একটি  কন্যার  জন্ম  হয়েছে । মেয়ের  মাতার  যেহেতু  অপারেশান  হয়েছে  তাই  তাকে  কি  ঔষধ  খাওয়াবো  তাহা  জানালে  অনেক  উপকৃত  হবো ।  আর  মেয়েকে  কি  ঔষধ  খাওয়াবো  দয়া  করে  জানাবেন  কি  ?

উত্তর ঃ  আপনার  মেয়ের  মাকে  Staphisagria  30  ঔষধটি  ৫  বড়ি  করে  রোজ  ২  বেলা  করে  ৩  দিন  খাওয়ান ।  এতে  অপারেশানের  ব্যথা  দ্রুত  চলে  যাবে  এবং  অপারেশানের  কাটা  জায়গাটি  দ্রুত  জোড়া  লেগে  যাবে । আপনার  স্ত্রীকে  Alfalfa  Q   ঔষধটি রোজ  রাতে  ২০  ফোটা  করে  আধা  গ্লাস  পানির  সাথে  মিশিয়ে  খাওয়াবেন  এক  বছর ।  ইহাতে  তার  এবং  তার  কন্যার  স্বাস্থ্য  ভালো  থাকবে  এবং  অসুখ-বিসুখ  কম  হবে ।  আপনার  কন্যাকে  তিন  মাস  পর  পর  Calcarea  carb  200  ঔষধটি  একবার  করে  খাওয়াবেন  দুই  বছর ।  তাতে  তাহার  শারীরিক-মানসিক  বৃদ্ধি  ঠিক  মতো  হবে  আশা  করি ।

প্রশ্নঃ আসসালামু আলাইকুম স্যার।স্যার কেমন আছেন।?  স্যার আপনার চেম্বার কি এখন খুলেছেন? স্যার আমার একটি ভাগ্নি ১ বছর বয়স সে এখনো বসতে পারেনা এবং মাথা সোজা করে রাখতে পারেনা। কোন কথাও বলতে পারেনা।মাঝে মমাঝে শুধু মা বা বাবা বলে। ডাক্তার বাচ্চাটিকে শুধু ঘুমের ঔষধ দিচ্ছে।বাচ্চাটি নিয়ে আমরা খুব চিন্তিত। বাচ্চাটি সারাদিন হাসে কিন্তু কার দিকে তাকিয়ে না।স্যার আপনার কাছে বাচ্চাটিকে দেখাতে চাই।স্যার প্লিজ জানাবেন আপনাকে কোথায় পাবো ?

উত্তর ঃ  Silicea  6x  ঔষধটি  ৫  বড়ি  রোজ  সকালে  ১ বার  এবং  Calcarea  phos  6x  ঔষধটি  ৫  বড়ি  রোজ  রাতে  ১  বার  হিসাবে  ১  বছর  খাওয়ান ।  আশা  করি  তার  সমস্যাগুলো  চলে  যাবে ।  পাশাপাশি  সম্ভব  হলে  এলাকার  কোন  হোমিওপ্যাথিক  ডাক্তারের  পরামর্শ  মতো  চলুন ।

প্রশ্নঃ আসসালামুআলাকুম আমি মদিনাই থাকি ? আমার নাক ডাকার রোগ আছে মুক্তি পাবার উপায় আছে কি ?

উত্তর ঃ  Aurum  metallicum  50M ঔষধটি  একদিন  মাত্র  ৫টি  বড়ি  খাবেন ।  তিন  মাসের  মধ্যে  নিরাময়  না  হইলে  আবার  যোগাযোগ  করিবেন ।

প্রশ্নঃ আচ্ছালামুআলাইকুম । ভাই ভালো আছেন। আচ্ছা ভাই পিত্তথলির পাথর হোমিও ওষধে 100% কিউর হয় ? নাকি শল্য চিকিৎসা করাই উত্তম জানালে খুশি হবো। এই বিষয়টিতে নানান অভিজ্ঞ হোমিও ডাক্তারের অভিমত যে মুত্র থলির পাথর নাকি হোমিওতে ভাল হয়। পিত্তথলির পাথর নাকি হয় না । তাই আপনার কাছে সঠিক টা জানতে চাই। আর যদি ভালো হয় তাহলে পরামর্শ দিন । আমার নিজেরই পিত্তথলিতে পাথর , ছোট ছোট বেশ কয়েকটি । 8-9 বছর হলো ।

salam.amar boyos 29.amar paye ekta eczema moto chormo rog hoyese.apni to homeo consultant.pls amk janaben -ami jodi ekhon bacca nei tahole ki oi chormo roger karone baccar kono khoti hote pare?

উত্তর ঃ  বিগত  দিনগুলোতে  চর্মরোগের  যদি  কোন  এলোপ্যাথিক  চিকিৎসা  করে  থাকেন,  তবে  আপনার  সন্তান  জন্মগত  কোন  মারাত্মক  রোগ  নিয়ে  জন্মাতে  পারে ।  তবে  গর্ভকালীন  সময়ে  যদি  পাশাপাশি  প্রতিরোধমূলক  হোমিওপ্যাথিক  ঔষধ  সেবন  করেন  এবং  চর্মরোগের  হোমিওপ্যাথিক  চিকিৎসা  চালিয়ে  যান,  তবে  আপনার  সন্তান  ত্রুটিমুক্তভাবেই  জন্ম  নেবে  আশা  করি ।

প্রশ্নঃ আজ সকালে এক মা আমার কাছে এসে তার ছেলের কথা বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেলেছে। ছেলে অসম্ভব দুষ্টামি করে। পড়াশোনায় একেবারে অমনোযোগী। বইপত্র ছুঁড়ে ফেলে দেয়। সবকিছুতেই সে বিরক্ত। মাকে গালিগালাজ করে কথায় কথায়। ঘরের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে। প্রচন্ড বদমেজাজ এবং একগুঁয়ে স্বভাব। পড়লে পারে কিন্তু একদম পড়তে চায় না। পায়খানা কষা থাকে। একদিন পরপর হয়। ওর বাবা দাদা সবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে। খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নেই। যা পায় সব খায় এবং অনেক খেতে পারে কিন্তু স্বাস্থ্যের উন্নতি নেই। মেজাজ সবসময়ই খিটখিটে থাকে, মায়ের সাথে কথা শুরু করে গালি দিয়ে। মায়ের গায়েও হাত তোলে। ছেলেটির বয়স দশ বছর। সবশেষে এই ছেলের মা কেঁদে কেঁদে শুধু বলছিলো “তোমাদের হোমিও শাস্ত্রে কি এর কোনো সমাধান নেই? একটা মাত্র ছেলে আমার। ও মানুষ না হলে আমি কি নিয়ে বাঁচবো!”

উত্তর ঃ  মহানবী (সাঃ)  দেড়  হাজার  বছর  পূর্বে  ভবিষ্যতবাণী  করিয়া  গিয়াছেন  যে,  কেয়ামতের  পূর্বে  শিশুরা  চরম  দুষ্টু,  অবাধ্য  এবং  বেয়াদব  হইবে ।  চিকিৎসা  বিজ্ঞানীদের  মতে,  শিশুদের  দুষ্টুমির  জন্য  প্রধানত  দায়ী  যক্ষার  টিকা  বিসিজি ।  অবশ্য  ডিপিটি,  হাম,  পোলিও,  এটিএস,  হেপাটাইটিস  ইত্যাদি  অন্যান্য  টিকারও  কম-বেশী  ভূমিকা  থাকতে  পারে ।  সে  যাক,  যেহেতু  বিসিজি  টিকা  যক্ষার  জীবাণূ  থেকে  তৈরী  হয়  কাজেই  এই  দুষ্টুমি  রোগের  ঔষধ  হইল  ব্যাসিলিনাম (Bacillinum)  নামক  হোমিও  ঔষধটি ।  কেননা  ইহাও  যক্ষার  জীবাণূ  থেকে  তৈরী  করা  হয়ে  থাকে ।  আপনি  ব্যাসিলিনামের  শারীরিক  ও  মানসিক  লক্ষণগুলো  পড়লে  আশ্চর্য  হয়ে  দেখবেন  তাহার  প্রধান  প্রধান  লক্ষণগুলোর  সবই  এই  শিশুর  মধ্যে  আছে,  যেমন  –  দুষ্টুমি,  একঘুয়েমি,  গালাগালি,  মারামারি,  ধংসাত্মক  কর্মকান্ড,  বেশী  ক্ষুধা,  ওজন  কমে  যাওয়া,  কোষ্টকাঠিন্য  ইত্যাদি  ইত্যাদি ।  কাজেই  ব্যাসিলিনাম  ঔষধটি  ২০০  শক্তিতে  এক  মাত্রা  খাওয়ান,  তার  দুই  মাস  পরে  ১০০০  শক্তিতে  আরেক  মাত্রা  খাওয়ান ।  প্রয়োজনে  তার  তিন  মাস  পরে  আরো  উচ্চ  শক্তিতে  আরেক  মাত্রা  খাওয়াতে  পারেন।  টিকার  কুফল  দূর  করার  একটি  প্রধান  ঔষধ  থুজা  অক্সিডেন্টালিস (Thuja  occidentalis) ।  ইহার  ত্রিশ  শক্তিতে  পনের  দিন  পরপর  এক  মাত্রা  করে  আট  মাত্রা  খাওয়াতে  হবে ।  দুষ্টুমির  আরেকটি  সেরা  ঔষধ  হইল  টেরেন্টুলা  হিসপ্যানিকা (Tarentula  hispanica) ।  শিশুটির  মধ্যে  টেরেন্টুলার  লক্ষণ  পাওয়া  গেলে  সেটিও  কয়েক  মাত্রা  খাওয়াতে  পারেন ।  পাশাপাশি  আলফালফা (Alfalfa),  এভেনা  সেটাইভা (Avena  sativa),  ক্যালি  ফস (Kali  phosphoricum)  ইত্যাদি  ঔষধগুলো  সাতদিন  সাতদিন  করে  একটার  পর  আরেকটা  করে  নিয়মিত  দৈনিক  খাওয়াবেন,  কেননা  এগুলো  মাথা  ঠান্ডা  রাখে  এবং  ফলস্রুতিতে  দুষ্টুমি  প্রবনতা  কমে  যায় ।

প্রশ্নঃ নার্ভাসনেসের  জন্য  এনাকার্ডিয়াম  এবং  ক্যালি  ফস  খেলে  কেমন  হয় ?

উত্তর ঃ  নার্ভাসনেস  অর্থাৎ  অল্পতে  ভয়  পাইয়া  যাওয়া  বা  চমকে  ওঠা  একটি  স্নায়ুঘটিত  সমস্যা ।  কাজেই  স্নায়ুর  উপর  বিশেষভাবে  কাজ  করে  এমন  ঔষধগুলো  থেকে  লক্ষণ  অনুযায়ী  একটি  বাছাই  করে  খেতে  হবে ।  স্নায়ুঘটিত  ঔষধগুলোর  মধ্যে  আছে  Ambra  grisea,  Avena-S,  Coffea,  Gelsemium,  Moschus,  Opium   ইত্যাদি ।

প্রশ্নঃ প্রিয় স্যার, আসসালামু আলাইকুম আসসালাম, গরমের কারনে আমার কন্যার শুকনা কাশি হয়েছে দুই দিন যাবত । কি ঔসদ খায়াতে পারি দয়া করে বলবেন কি। কন্যার বয়স দেড় মাস ।

৭৫. আসসালামু আলাইকুম।স্যার আপনি হোমিও একজন ডাঃ হিসাবে একটি পরামর্শ চাচ্ছি।  আমি কারো সামনে দাড়িয়ে কথা বললে আমার হাত পা অতিরিক্ত কাপে।  তখন কোন কিছু ধরতে পারিনা হাত থেকে পড়ে যায়। নামাজ পড়ালে ও এরকম হয়। এই সমস্যার কারনে লজজায় কারো সামনে যেতে পারিনা। দয়া করে কোন ট্রিটমেন দিবেন কি ?

উত্তর ঃ  আপনি   Ambra  grisea  10M  ঔষধটি  ১  ফোটা  অথবা  ৫টি  বড়ি  খেয়ে  নিবেন । ১৫  দিনের  মধ্যে  কোন  উন্নতি  না  হইলে  আরেকবার  খেয়ে  নিবেন । আশা  করি  এখন  থেকে  আপনার  আর  এধরনের  কোন  সমস্যা  হবে  না ।

 

প্রশ্নঃ assalamualikum….amr boro apu onk tai mota…mota howataw otota fact na…problem hlo apur brest onk boro r onk jhulano…market or parlors a brest choto korar onk types cream & lotions pawa jai,r oi product gulote 100% garanty deya thake…bt ekhon brest cancer shoho nana dhoroner oshukh hoi.fole apu kno kisui use kre shahosh paina….amr question ta silo kno side effects sara ki brest soto korar kono homiopathic treatment ase?

উত্তর ঃ  স্তনের  পেশীর  উপর  কাজ  করে  এমন  একটি  ভালো  হোমিওপ্যাথিক  ঔষধ  হইল  ফাইটোল্যাক্কা ।  ইহা  Phytolacca  berry নামে  বড়িতে  পাওয়া  যায় ।  রোজ  সকালে  এক  বড়ি  এবং  রাতে  এক  বড়ি  হিসাবে  যতদিন  প্রয়োজন  মনে  করেন  খেতে  পারেন ।  তবে  মানুষের  জন্মগত  শারীরিক  গঠনকে  পরিবর্তন  করার  চেষ্টা  করে  খুব  একটা  লাভ  হয়  না ।  বরং  মাঝে  মাঝে  লাভের  চাইতে  ক্ষতিই  বেশী  হয়ে  যেতে  পারে ।  কাজেই  বংশগত  শারীরিক  গঠনকে  মেনে  নেওয়াটাই  বুদ্ধিমানের  পরিচায়ক ।

প্রশ্নঃ স্যার , আসসালামুয়ালাইকুম ।আমি বিসমিল্লাহ্‌র নাম নিয়ে আপনার বন্ধাত্যের অসুদ খেতে শুরু করেছি। কিন্তু আমার স্বামীর জন্য কি কোন অসুদ খাওয়ার দরকার। আমার স্বামীর সিমেন টেস্ট এ ৪০% মটিলিটি এসেছে। যদি ওর কোন অসুদ খেতে হয় তাহলে দয়া করে একটি প্রেসক্রিপশন দিন।

উত্তর ঃ  আপনার  স্বামীকেও  একই  ঔষধ  খেতে  হবে ।  কেননা  অধিকাংশ  ক্ষেত্রে  নারীদের  সন্তান  না  হওয়ার  জন্য  তাহাদের  স্বামীদের  অসুখ-বিসুখই  প্রধানত  দায়ী ।

প্রশ্নঃ Amar mukhe brono hoy. Pore bronor jaigata down hoy r kalo hoye geche gota mukta ki medicine nebo

উত্তর ঃ  Calcarea  phos  6x  নামক  ঔষধটি  সকালে  ৫  বড়ি  এবং  রাতে  ৫  বড়ি  করে  ১  মাস  বা  আরো  বেশী  সময়  খান ।  পাশাপাশি  মুখমন্ডলে  শশা  ঘষতে  পারেন ।

প্রশ্নঃ .এসিডাম ফসফরিকাম কিউ (Acidum Phosphoricum Q) এই ঔষধটি অকাল বীর্যপাতের ক্ষেত্রে কতটুকু মাত্রায় ব্যবহার করবো?

এই  হোমিওপ্যাথিক  ঔষধটি  ১০  ফোটা  করে  রোজ  তিন  বেলা  করে  খান।  আধা  গ্লাস  পানির  সাথে  মিশিয়ে)

প্রশ্নঃ আমার একটা রুগী।বয়স ৩৫ বছর।পুরুষ।বিবাহিত।বত্তমান মুল সমস্যা হলো মাথা ঘুরা। ৮ মাস আগে নেপালে এবং বাংলাদেশে ভুমিকম্প হলে তার এই সমস্যার সুচনা।জব করে।১৯ তলাতে বসেন।ভুমিকম্পে অনেক ভয় পেয়েছেন।অফিসে গেলেই মাথা ঘোরে।এখন আরো অনেক সমস্যা দ্যাখা দিয়েছে।সমস্ত শরীর এর চামরার নিচে মনে হয় কাপে।বিশেষ করে দুপুরের পর থেকে মাগরীবের আগ পরজন্ত বেশী খারাপ লাগে।হাত অল্প অল্প কাপে।থেকে থেকে মনে হয় জেন ভুমিকম্প হচ্চে।এছারাও সেক্স এর সমস্যা আছে।বিবাহের আগে এবং বিবাহের পরেও হস্তমৌথুনের অভ্যাস আছে।স্ত্রী সহবাসের অনিহা।এ রকম সমস্যা হলে পুরুষরা যে রকম ভায় পায় সেও সেই ভয় পায়।অনেক বছর আগে টাইফয়েড হয়েছিল।ফলে ব্রেনের সমস্যা হয়েছে। ১ বাছর আগে হোমিও খেয়ে চাপা পরা টাইফয়েড বের হয়েছে।ছোট বেলায় অনেক চর্ম রোগ হয়েছিল।এলো খেয়ে চাপা দেয়া হয়েছে।মা এর ডায়েবেটস আছে।বাবা ব্রেন হেমারেজ হয়ে মারা গেছে।রোগী কিছুক্ষন হাটলে মল দ্বার এবং অন্ডকোশের মাঝখানে ব্যাথা করে।১০-১২ বছর এই সমস্যা।রুগী মনে করে তার মাথার ভিতরে কোন টিউমার হয়েছে।এটা তার মনের ভয়।ভুমিকম্প থেক এই সমস্যা।আমি তাকে সিন্থেসিস থেকে mind-earth quck –fear of সার্স দিয়ে ল্যাক ক্যান দিয়েছিলাম কিন্তু কোন কাজ হয় নাই।স্যারদের পরামর্শ চাইছি।রুগী গরম কাতর।অগোছাল স্বভাবের।গোসলে অনিহা।প্রচন্ড বদমেজাজি।পরের দুক্ষে কাতর।অল্পতে রাগে এবং অল্পতে হাসে। ঘুমের ঘরে সপ্নে দ্যাখে পায়খানা করছে অথবা পাশ দিয়ে হেটে যাচ্ছে।যেটা তার কাছে খুবিই খারাপ লাগে জখন ঘুম ভাঙ্গে। শেষের লক্ষন অনুযায়ী তাকে সরিনাম দিয়েছিলাম তাতেও কোন কাজ হয়নি।তবে তার পুরানো চাপা পরা কফ বের বের হয়েছে।এই কারনে তার বুক ধরপরানিটা অনেক কমেছে।রুগি একা রাত্রে থাকতে ভয় পায়।কলেজ লাইফে অনেক সাহসী ছিল।

উত্তর ঃ  ভয়  পাওয়ার  কারণে  কোন  রোগ  হলে  হইল  Opium  তার  সুনির্দিষ্ট  ঔষধ ।  ৩০  বা  ২০০  শক্তিতে  এক  মাত্রা  খাওয়ান ।  কাজ  না  হলে  দুই  সপ্তাহ  পরে  আরেক  বার  খাওয়াতে  পারেন ।  ভয়ের  আরেকটি  প্রধান  ঔষধ  হইল Phosphorus যার  লক্ষন  থাকলে  খাওয়াতে  পারেন ।  অগোছালো  স্বভাব  আর  গোসলে  অনীহা  সালফারের  লক্ষণ ।  অবশ্য  এযুগের  সকল  রোগীকেই  থুজা  আর  সালফার  খাওয়াতে  হয় ।  কেননা  সোরা  এবং  সাইকোসিস  নাই  এমন  রোগী এখনকার দিনে  খুঁজে  পাওয়া  যাবে  না ।

প্রশ্নঃ প্রিয় স্যার, আমার কন্যার মা ঠাণ্ডা পানি ধরলে, ঠাণ্ডা পানিতে গোসল করলে, ঠাণ্ডা বাতাস নাকে লাগলে এক সাতে ১০ থেকে ২০ টা হাঁচি দেয়, হাঁচি দিতে দিতে চোক ও নাকে থেকে পানি জরে এবং দুর্বল হয়ে যায়। এই সমস্যা ছোট কাল থেকে। অ্যালার্জির ঔষধ খাইলে কমে কিন্তু সারা দিন গুম গুম ভাব থাকে। হোমিও কি ঔষধ খায়ান যাইতে পারে দয়া করে বলবেন কি।

উত্তর ঃ  এলার্জির  দুটি  শ্রেষ্ট  ঔষধ  হলো  Calcarea  carb  10M এবং Thuja  occidentalis  10M  ।  এই  একটি  প্রতি  মাসের  এক  তারিখে  খান  ৫  বড়ি  এবং  অন্যটি  প্রতি  মাসের  পনের  তারিখে  খান  ৫  বড়ি ।  এভাবে  তিন  থেকে  ছয়  মাস  খান ।  আশা  করি  এলার্জির  সমস্যা  চলে  যাবে ।

প্রশ্নঃ মেয়েদের মুখ আর শরীেরর লোম দূর করার জন্য হোিমও চিকিৎসা কি? কতটুকু কাজ হয়?

উত্তর ঃ  এই  সব  সমস্যা  ঔষধে  দূর  করা  সম্ভব  নয় ।  ক্ষেত্রবিশেষে  ঔষধে  কিছুটা  উপকার  হতেও  পারে ।  কসমেটিক্সের  দোকানে  যে-সব  ক্যামিকেল  পাওয়া  যায়,  তার  ক্ষতিকর  ক্রিয়া  অজ্ঞাত ।  এগুলো  ব্যবহার  করা  উচিত  নয় ।

প্রশ্নঃ Assaalmu alaikum. Vaiya ami zdi online homeopathy course korte chai kivabe korbo?

উত্তর ঃ  হোমিওপ্যাথিক ফাউন্ডেশন মিরপুর কাজীপাড়ায় PG (Hom) London সহ মালেয়িশার একটি কোর্স করায়। যা হোমিওপ্যাথিক বোর্ড অনুমোদিত। এখানে ৪৮ ক্লাসের মধ্য ৩৬ টি ক্লাস দেশি শিক্ষক এবং ১২ টি ক্লাস বিদেশী (ভারতের) শিক্ষক নেন। কিছু অন লাইন ঠিকানা দেওয়া হয় লেকচার শোনার জন্য। খরচ ১ লক্ষ ৪০ হাজার টাকা। অন্যগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি আছে বলে আমার জানা নেই। অনলাইনে বিভিন্ন  ধরনের হোমিওপ্যাথি  কোর্স  করে  আপনার  জ্ঞানের  পরিধি  বাড়াতে  পারেন,  তবে  যেসব  কোর্সের রাষ্ট্রীয়  স্বীকৃতি  নেই  সে-সব  কোর্স  করে  ডাক্তারী  করা  যাবে  না ।  অন্যথায়  জেলে  যাওয়ার  সম্ভাবনা  আছে ।    ডাক্তারী  করার  জন্য  হোমিও  কলেজগুলো  থেকে  ডিএইচএমএস  অথবা  ইউনিভার্সিটি  থেকে  বিএইচএমএস  করাই  উত্তম ।

প্রশ্নঃ uncle amr mathar skin a prblm ase kmn sada sada jaygay jaygay ki korle jabe ai prblm r amr mathay chul gojabe? mathay onk khuski hoy sit kale besi hoy

উত্তর ঃ  Silicea  6x  ঔষধটি  সকালে  ৫  বড়ি  এবং  রাতে  ৫  বড়ি  করে  ২  মাস  খান,  আশা  করি  ঠিক  হয়ে  যাবে ।

প্রশ্নঃ ভাইজান, হোমিও মাধ্যমে পাইলস বা অর্শ এর কি প্রতিকার সম্ভব ? সম্ভব হলে আমি কোথায় কার কাছে চিকিৎসা করাতে পারি ? একটু পরামর্শ দিলে উপকৃত হতাম।

উত্তর ঃ  হোমিওপ্যাথিক চিকিৎসার  মাধ্যমে  পাইলস,  ফিসার,  ফিস্টুলা  কিংবা  পায়খানার  রাস্তার  টিউমার  ক্যানসার  সব  রোগই  বিনা  অপারেশানে  নিরাময়  করা  যায় ।  আর  এসব  রোগের  অপচিকিৎসা  বা  অপারেশান  করালে  অধিকাংশ  ক্ষেত্রেই  ক্যানসারে  আক্রান্ত  হওয়ার  ঝুঁকি  আছে ।

প্রশ্নঃ শুধু মাত্র মানসিক লক্ষণে ঔষধ প্রয়োগের ব্যাপারে আপনার মতামত চাই।

উত্তর ঃ  হোমিওপ্যাথিতে  ঔষধ  নির্বাচন  করা  খুবই  অদ্ভূত  একটি  বিষয় ।  অনেক  সময়  দশটি  লক্ষণের  ওপর  ভিত্তি  করে  দেওয়া  প্রেসক্রিপশানও  ভুল  প্রমাণিত  হয় ।  আবার  অনেক  অনেক  সময়  একটি  লক্ষণের  উপর  ভিত্তি  করে  দেওয়া  প্রেসক্রিপশানও  সঠিক  প্রমাণিত  হয় ।  সেটি  শারীরিক  বা  মানসিক  লক্ষণ  হতে  পারে ।  তবে  কেবলমাত্র  শারীরিক  বা  মানসিক  লক্ষণের  উপর  ভিত্তি  করে  প্রেসক্রিপশান  করা  সঠিক  হোমিওপ্যাথি  নয় ।  সঠিক  হোমিওপ্যাথিক  প্রেসক্রিপশান  হলো  শারীরিক  লক্ষণ,  মানসিক  লক্ষণ,  মায়াজম  এবং  রোগের  কারণ  এই  চারটি  ভিত্তি  করে  দেওয়া ।

প্রশ্নঃ নককুনি এর জন্য সার আপনার মতামত কি? সহজ। অর্থাত আপনার রোগলিপি হিসাবে? এখন ব্রিস্টি তাই এই রোগি পাচ্ছি। দেখলাম ছোট বাচ্চার পায়ের বাজে অবস্থা

উত্তর ঃ  ক্যালকেরিয়া ফস ৬  আর সাইলিশিয়া  ৬ ঔষধ  দুটি  অদলবদল  করে  খাওয়ান দীর্ঘদিন,  ঠিক  হয়ে  যাবে ।  তবে  পূঁজ  বেশী  থাকলে  প্রথমে  হিপার  সালফ  খাওয়াতে  পারেন  এক  মাত্রা ।

প্রশ্নঃ স্যার সেহগাল মেথড এ ট্রিটমেন্ট নেয়া যায় কি ?

উত্তর ঃ  অবশ্যই  নেওয়া  যাবে ।  কেননা  সেগাল  মেথডের  অনুসারীরা  আমার  জানা  মতে  হ্যানিম্যানের  কোন  নির্দেশ  অমান্য  করে  না ।  তারা  মানসিক  লক্ষণকে  একটু  বেশী  গুরুত্ব  দিয়ে  থাকেন ।  আর  হ্যানিম্যান  নিজেও  মানসিক  লক্ষণকে  বেশী  গুরুত্ব  দিতে  বলেছেন ।  কেননা  রোগীরা  অনেক  সময়  দীর্ঘদিন  এলোপ্যাথিক  বা  কবিরাজি  ঔষধ  খেয়ে  তারপর  হোমিও  ডাক্তারের  কাছে  চিকিৎসার  জন্য  আসে ।  আর  এলোপ্যাথিক  বা  কবিরাজি  ঔষধে  রোগীর  শারীরিক  লক্ষণকে  পরিবর্তন  করতে  পারলেও  মানসিক  লক্ষণকে  বদলাতে  পারে  না ।  এই  কারণেই  হোমিওপ্যাথিক  চিকিৎসা  বিজ্ঞানে  রোগীর  মানসিক  লক্ষণের  মর্যাদা  বেশী  দেওয়া  হয়ে  থাকে ।  সেগাল  মেথডের  অনুসারীরা  মানসিক  লক্ষণকে  বেশী  প্রাধান্য  দিয়ে  থাকেন,  তার  মানে  এই  নয়  যে  তারা  রোগীর  শারীরিক  লক্ষণ,  মায়াজম,  রোগের  কারণ  ইত্যাদিকে  পাত্তাই  দেন  না ।  ক্লাসিক  মেথড,  সেগাল  মেথড,  সেনসেশান  মেথড  ইত্যাদি  নামে  কিছু  আসে  যায়  না,  আমাদেরকে  দেখতে  হবে  কে  হ্যানিম্যানের  কতো  কাছে  আর  কে  হ্যানিম্যান  থেকে  কতো  দূরে ।

প্রশ্নঃ সিরাম ক্রিটিনিন বেরে গেলে কোন মেডিসিন খাওয় যায় ?

উত্তর ঃ Urtica urens Q  ঔষধটি  রোজ  ১০  ফোটা  করে  দুইবেলা  খান  এক  মাস (আধা  গ্লাস  পানির  সাথে  মিশিয়ে) ।

প্রশ্নঃ স্যার  আমি  একটু সাহায্য  চাই ।  আমার  দশম  শ্রেণীতে  পড়ুয়া  ভাগ্নে  গত  তিন  চার  দিন  যাবত  পাগলামো  করছে ।  বেশী  কথা  বলে,  লোকজনকে  বকা  দেয় ।  আগে  খুব  কম  কথা  বলত ।

উত্তর ঃ  বেশী  কথা  বলা  এবং  গালাগালি  করা  লক্ষণগুলি  Lachesis  ঔষধটির  দিকে  ঈঙ্গিত  করে । কাজেই  ২০০  শক্তিতে  এক  মাত্রা  খাওয়ান ।  ২৪  ঘন্টার  মধ্যে  উন্নতি  না  হলে  আবারো  এক  মাত্রা  খাওয়াতে  পারেন ।

প্রশ্নঃ Assalamualikum sir কেমন আছেন jajakallah আপনার লেখা থেকে আমাদের অনেক উপকার হয় আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। sir ame dhms first year pori amar housband বিদেশ থাকতেন এখন বেকার তাই আমি এখনই গ্রামের বাজারে ছোটো ফার্মেসী খোলতে চাই স্বামী আমাকে help করবেন দয়া করে আমাকে পরমর্শ দিন কি ভাবে এটা সম্ভবত

উত্তর ঃ  হোমিও  কলেজ  থেকে  পাশ  করার  পূর্বেই  ডাক্তারী  করা  শুরু  করলে  ছয়  মাসের  জেল  হতে  পারে ।  কাজেই  পাশ  করার  পূর্ব  পর্যন্ত  এই  কাজ  থেকে  বিরত  থাকেন ।  অন্য  কোন  ব্যবসা  করেন ।

প্রশ্নঃ রুগী ৫.৬ বছরের মেয়ে।নারমাল ডেলিভারির মাধ্যমে প্রথিবীতে আসে।যাবতিয় টিকা দেয়া হয়।জন্মের ৭ দিনের মাথায় লং জারনি করার কারনে নিউমনিয়া হয়।শিশু হাসপাতালে চিকিতসা করা হয়।৬ মাস বয়সে আমাসা এবং পাতলা পায়খানা হয়।এলো চিকিতসার মাধ্যমে অনেক কস্টে ভালো হয়।এর পর থেকে প্রায় সব সময় পেটে সমস্যা লেগে থাকত।মায়ের বুকের দুধও সহ্য হতোনা।বায়োমিল সয় খাওয়াতো। ৩ বছর বয়সে টায়ফয়েড হয়।এলো খেয়ে ভালো হয়। তার পরে হোমিও চিকিতসা নেয়।ডাঃ মেডোরিনাম দেয়।মেডিসিন খাওয়ানোর ২ দিন পরে আবার জর হয়।তার পর আবার এলোপ্যাথির চিকিতসা নেয়।আবারো টাইফয়েড ধরা পরে।এর পর প্রায় বিভিন্ন সমস্যা লেগেই থাকতো।গত মাস থেকে তাকে চিকিতসা করছি।শীতকালে গায়ে কাথা রাখতে চায় না। অনেক সময় গরম কালে কাথা গায় দিয়ে ঘুমায়।সাস্থ হালকা পাতলা।কোন কাতর তা বুঝা যায় না।২-৩ বছর আগে কাচা লবন খেতে ভালো বাসতো।এখন নাই।রুগী অন্ধকারে ভয় পায়। আমি তাকে টিকার কু প্রভাব কাটানোর জন্য থুজা এম/২ খেতে দেই গত ৬ দিন যাবত। ২ দিন আগে হটাত রুগীর রাত ২-৩ টার দিকে প্রচন্ড জর আসে।আমি তাকে কোন ঔষধ খাওয়াতে নিশেধ করি এবং জর পরের দিন সকালে চলে যায়।যতোদুর যানা যায় তার পুরানো টাইফয়েড চাপা পরা জর বের হয়েছে। এখন রুগী বলছে তার খেতে গেলে বমি আসে।বিশেষ করে মাছ।মুখে শুধু ঝাল লাগে অথচ কোন ক্ষত নাই মুখে।মাঝে মাঝে খাবার পরে বমি করে।এমন অবস্থায় কি করা যায়।স্যারদের মতামত চাইছি। উল্লেখ্য মা ছোট বেলায় হাল্কা পাতলা ছিল।বাবা সোরা রুগী।

উত্তর ঃ  যেহেতু  যাবতীয়  টিকা  দেওয়া  হয়েছে,  কাজেই  তার  যাবতীয়  রোগের  মূল  কারণ  হলো  সেসব  টিকার  প্রতিক্রিয়া ।  সুতরাং  টিকার  কুপ্রভাব  থেকে  রক্ষা  করতে  তাকে  দুয়েক  মাস  পরপর  Thuja  occidentalis,  Bacillinum,  Silicea   ইত্যাদি  ঔষধগুলো  উচ্চ  শক্তিতে  খাওয়াতে  হবে ।  টাইফয়েডের  কুপ্রভাব  দূর  করার  জন্য  দুয়েক  মাত্রা  Typhoidinum  ঔষধটি  খাওয়াতে  হবে ।  সংগ্রহে  না  থাকলে  কয়েক  মাত্রা  Baptisia  tinctora  খাওয়ান ।  সাধারণত  জ্বরের  জন্য  Ferrum  phosphoricum  অথবা  Influenzinum  ঔষধ দুটির  কোন  একটি  খাওয়াতে  পারেন ।  গ্রীষ্ম  কালের  জ্বরে  চোখ  বন্ধ  করে  Rhus  toxicodendron  খাওয়াতে  পারেন ।

প্রশ্নঃ Sir Assalamualikum, বয়স 48 পুরুষ মেশিনের হাতল টেনে বের করার সময় (১মাস আগে) ডান হাতের কেনুতে ব্যথা পায় এখন কেনুতে অনেক ব্যথা please পরমর্শ দিন

উত্তর ঃ  Ruta  graviolens  অথবা  Symphytum officinale  ঔষধ  দুটির  যে-কোনটি  নিম্মশক্তিতে  রোজ  ৩  বেলা  করে  কয়েক  সপ্তাহ  খাওয়ান ।  প্রয়োজনে  ৭  দিন  ৭  দিন  করে  অদলবদল  করে  খাওয়াতে  পারেন ।

প্রশ্নঃ স্যার আমার নিজস্ব ওয়েব সাইট এটি। আমি অনেক আগে থেকেই চেষ্টা করছি হোমিওপ্যাথিক চিকিৎসকরা যেন আমার সাইট ভিজিট করতে পারেন ফ্রি এবং উপকৃত হতে পারেন। আমি তাদের থেকে কোন লাভ আশা করি না। আমার যত টাকা লাগুকনা কেন আমি তা খরচ করতে রাজি আছি। আপনার ইমারজজেন্সি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যে বই টি আছে তা আমার সাইট ( http://homeoaid.net/prescription/ ) এখানে লিপিবদ্ধ করতে চা্চ্ছি। যদি আপনার অনুমতি থাকে। এর পাশাপাশি যদি আপনি সময় পান তাহলে আপনার ইচ্ছা ও সময় অনুযায়ী লেখা পাবলিশ করতে পারেন।  এছাড়াও আপনার অনুমতি ও মতামতের অপেক্ষায় থাকলাম।

উত্তর ঃ  আমার  যে-কোন  লেখা  আপনার  ওয়েবসাইটে  প্রকাশ  করতে  পারেন  অথবা  প্রিন্ট  করে  বিতরন  করতে  পারেন ।  এই  ব্যাপারে  আমার  ওয়েবসাইটে  পাইকারী  অনুমতি  দেওয়া  আছে ।  হোমিওপ্যাথিতে  লেখালেখি  করে  আমি  যত  সময়  ব্যয়  করেছি,  সেই  সময়টা  রোগী  দেখে  কাটালে  এখন  আমি  কোটি  কোটি  টাকার  মালিক  থাকতাম ।  এখন  আমি  অভাব-অনটনে  দিন  কাটালেও  অন্তরে  আনন্দ  অনুভব  যখন  দেখি  আমার  লেখাগুলো  দিয়ে  হোমিওপ্যাথিক  পেশাজীবিরা  উপকৃত  হইতেছেন  এবং  ফলস্রুতিতে  মানবজাতি  উপকৃত  হইতেছে । আপনাকেও  আমার  মতো  মন-মানসিকতার  অধিকারী  দেখে  খুবই  ভালো  লাগছে ।

প্রশ্নঃ প্রিয় স্যার আমার ৩০  দিন  বয়সী কন্যা বুকের দুধ খাওয়ার কিছুক্ষণ পর বমি করে ফেলে দেয়. কননা ও কন্নার মা দুই জনেরই পেটে গ্যাস কি ওয়্সুদ খায়াতে পারি

উত্তর ঃ  সদ্য  ভূমিষ্ট  নবজাতকদের  পাকস্থলীতে  খাদ্য  হজম  প্রক্রিয়াটি  ধীরে  ধীরে  উন্নতি  হয়ে  স্বাভাবিক  পর্যায়ে  আসতে  কিছু  সময়  লাগে ।  কাজেই  এই  সময়  একটু  আধটু  বমি  করা,  পেটে  গ্যাস  হওয়া  বা  ঢেকুর  তোলাকে  ইত্যাদিকে  কোন  রোগের  পর্যায়ে  গন্য  করা  উচিত  নয় ।  এগুলো  সময়ের  সাথে  সাথে  নিজে  নিজেই  সেরে  যায় ।  তবে  যদি  তাহা  বেশী  কষ্টকর  হয়  তবে  Alfalfa  Q ঔষধটি  পাঁচ  ফোটা  করে  রোজ  দুই  বেলা  করে  খাওয়াতে  পারেন  যতদিন  সমস্যাটি  নিরাময়  না  হয় ।  তাতে  কাজ  না  হলে  Aethusa  cynapium  অথবা  Silicea  ঔষধটিও  খাওয়াতে  পারেন ।

প্রশ্নঃ স্যার, আসসামু আলাইকুম কেমন আছেন। আমি একজন হোমিও স্টুডেন্ট। আমার এক্টা ছোট বোন আছে সে কথা বলতে গেলে তোতলায় হোমিও তে এর ভাল মেডিসিন কি দেয়া যেতে পারে।  আমি কস্টিকাম খাওয়াইছি তাতে কি কমতে পারে প্লিস জানালে খুব ভাল হত

উত্তরঃ Stramonium ঔষধটি  ২০০  শক্তিতে  একবার  খাওয়াতে  পারেন ।  প্রয়োজন  মনে  করলে  পনের  দিন  পরপর  আরো  দুয়েকবার  রিপিট  করতে  পারেন ।  কষ্টিকামের  লক্ষণ  থাকলে  তাতেও  নিরাময়  হতে  কোন  বাধা  নাই ।

প্রশ্নঃ স্যার  আমি  হোমিওপ্যাথি  কলেজের  প্রথম  বর্ষের  ছাত্র ।  বাড়িতেই  সামান্য  প্র্যাকটিস  করি ।  একজন রোগীর ব্যাপারে সাহায্য করুন । বয়স 20 বছর ।  ৩  মাস আগে অপারেশন এ বাচ্চা হয় এখন তার সমস্যা হল তার breast একটির size বড় অন্যটি অনেক ছোটো please এর সমাধানে কোনো medicine advice করুণ

উত্তর ‍ঃ Sabal  serrulata  Q ঔষধটি  ২০  ফোটা  করে  রোজ  ২  বার  করে  খাওয়ান  ২  মাস  আধা  গ্লাস  পানির  সাথে  মিশিয়ে ।  প্রথমে  উচ্চ  শক্তিতে  এক  মাত্রা  Lycopodium  paltatum ঔষধটি  খাওয়াতে  পারেন ।

প্রশ্নঃ Assalamualikum sirএকটি পরমর্শ চাই বর্তমানে আমি dhms first year .বরিশালে diploma in medical asistant নামে এ্যলোপথিক ১বছরের কোর্স চালু আছে এতে ভর্তি হলে আমার homoeo পেশার কোনো উপকার হবে? আপনার পরমর্শ চাই

উত্তর ‍ঃ  একটু  আধটু  উপকার  তো  হতেই  পারে ।  কথায়  বলে  কোন  শিক্ষাই  বিফলে  যায়  না ।

প্রশ্নঃ অাসসালামু অালাইকুম। স্যার হোমিওপ্যাথিক চিকিৎসায় ১ যুগের পুরোনো সোরিয়াসিস কি ভাল করা সম্ভব। অনেক হোমিও চিকিৎসাও করানো হয়েছে। অার হোমিও দ্বারা ভাল হলে পুনরায় কি হওয়ার সম্ভাবনা থাকে। শুনেছি সোরা নাকি দেহ থেকে নির্মুল করা যায় না।

উত্তর ‍ঃ  হ্যাঁ,  ভালো  হওয়ার  সম্ভাবনা  আছে ।  হোমিওপ্যাথিক  চিকিৎসায়  ভালো  হওয়া  যে-কোন  রোগ  আবার  ফিরে  আসতে  পারে,  যদি  রোগের  কারণ  আবার  ফিরে  আসে ।

প্রশ্নঃ সম্মানিত মুহতারাম স্যার আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত যার নাম chronic meyloid leukemia বা cml উল্লেখ্য আমি সৌদি ড্রাইভিং চাকুরী করি

প্রায় ২০ মাস যাবত আমি আক্রান্ত এই সময়ে আমি প্রায় ৮ মাস Glivec 400mg/day খেয়েছি পরে উন্নতি না দেখে ডঃ আমাকে Tasigna200mg*2/day দেয় এই ঔষুধ প্রায় ৬ মাস খেয়েছি

এর মাঝে আমি ছুটিতে আসি পরে পুনরায় ডঃ এর কাছে গেলে তিনি আমার wbc বেশি দেখে Tasigna200mg*2*2/day খেতে বলে প্রায় ৩ মাস খাবার পরে ডঃ আমার ডোজ কমায়ে 300mg*2/day খেতে বলে তবে আমি 150mg*2/day খাই যা এখনও চলছে কেননা আমি শুনেছি এই ঔষুধ  নাকি শরীরের ভাল টিসু গুলি বেশি মেরে ফেলে

গত মাসে আমি cbc test করেছি যেখানে আমার wbc-9800 hemoglobib-15.8 platelet-190 তাছাড়া bcr/abl test ও করায়েছি সেখানে লেখেছে major molicular 0005700 এমন কিছু হবে

এমতবস্থায় আমি আপনার স্মরণাপন্ন হলাম

ইনশাআল্লাহ আমি আপনার ঔষুধ খেলে সুস্থ হব তবে সমস্যা হল সৌদি হোমিও প্যাথি চিকিত্সা নিষিদ্ধ আমার মন চায় বাকি জীবনটা  দেশে পরিবারের সাথে কাটাই কিন্তু এত ব্যায় বহুল চিকিত্সা আমার পক্ষে দেশে এসে করা সম্ভব না কেননা আমার নিজস্ব কোন ইনকাম নাই যার দারা দেশে এসে পরিবারের খরচ মেটাব আর মাথা গোঁজার একটা নিজস্ব ঘর ও নাই ভাড়া বাড়িতে আমার পরিবার থাকে

তাই স্যার যদি আপনি অভয় দিতেন তাহলে বাকি জীবনটা দেশে পরিবারের সাথে কাটাতে পারতাম

উত্তর ‍ঃ হোমিওপ্যাথিতে  অন্য  সকল  রোগের  মতো  ক্যানসারেরও  চিকিৎসা  খরচ  খুবই  কম,  যদি  ডাক্তার  সাহেব  সেবামূলক  মনমানসিকতার  হয়ে  থাকেন ।  কাজেই  আপনি  দেশে  এসে  আমার  বা  অন্য  একজন  হোমিওপ্যাথিক  ডাক্তারের  নিকট  থেকে  চিকিৎসা  নিতে  পারেন ।

প্রশ্নঃ আচ্ছালামুআলাইকুম,স্যার সম্ভবতঃ আপনি একজনের প্রশ্নের উত্তরে লিখেছেন,ডাক্তারী পাশ না করে কেউ চেম্বার খুললে ছয় মাসের জেল হতে পারে,আমার প্রশ্ন খুলনার রয়েল ফাউন্ডেশনের এল,এইচ,এমপি হোমিও সার্টিফিকেট দিয়ে কি চেম্বার খোলা যাবে ? এতে কি কোন জটিলতা হবে, মেহেরবানী করে জানাবেন, আল্লাহতালা আপনার নেক হায়াত দান করুক।

উত্তর ঃ  আমি  যতটুকু  জানি,  এসব  সার্টিফিকেটের  কোন  সরকারী  স্বীকৃতি  নাই ।  কাজেই  আইনের  হাতে  পড়লে  শাস্তি  ভোগ  করা  লাগতে  পারে ।

প্রশ্নঃ আমার একটা শারীরিক দূর্বলতা আছে।আমার অতি তাড়াতাড়ি বীর্য পাত হয়।এটা কীভাবে দীর্ঘস্থায়ী করা যায় দয়াকরে বলবেন।আমি দশম শ্রেণীতে পরি।যার করুন কোনো চিকিৎসকের কাছে আমার দ্বারা যাওয়া সম্ভব নয়।তাই আপনার কাছে আমার অনুরোধ এর র্কাযকারী চিকিৎসা টি আমায় বলবেন।যেটা আমি বাড়িতে বসেই নিজের চিকিৎসা নিজেই করতে পারি।আপনি ফেসবুকে আসলে দয়াকরে উত্তর দিবেন।

উত্তর ঃ  ইহা বিবাহিতদের  ক্ষেত্রে  রোগ  হতে  পারে  কিন্তু  অবিবাহিতদের  বেলায়  রোগ  হিসাবে  গণ্য  হবে  না ।  কাজেই  আপনার  ইহা  নিয়া  দুর্ভাবনা  করার  কোন  দরকার  নাই ।  বিবাহের  পরেও  যদি  সমস্যাটি  অব্যাহত  থাকে,  তখন  কোন  ডাক্তারের  সাথে  যোগাযোগ  করবেন ।

প্রশ্নঃ বাংলাদেশে বিজইন কম্পানির ডিলার কোথায়? হোমিও বই পাওয়া যায় কিনা ?

উত্তর ঃ  বিজেইন  কোম্পানীর  ডিলার  কে  বা  কোথায়  তা  জানা  নাই ।  তবে  বিজেইন  কোম্পানীর  প্রকাশিত  বই  সকল  হোমিও  বইয়ের  দোকানেই  পাওয়া  যায় ।

প্রশ্নঃ sir chok diye pani pore er medicine ki bolben pls.

উত্তর ‍ঃ  চোখ  থেকে  পানি  পড়ার  জন্য  Jaborandi  Q ঔষধটি  ৫  ফোটা  করে  রোজ  ৩  বেলা  করে  খাওয়াতে  পারেন ।

প্রশ্নঃ স্যার, আসসালামু আলাইকুম। আমি বেশ কয়েক বছর যাবত কিছু সমস্যায় ভুগছি। ডাক্তাররা আমার মানসিক রোগ হয়েছে বলেন। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলে আমাকে প্রচুর এন্টিডিপ্রেশেন্ট দিয়েছে। আমার সামান্যতম উন্নতি হয়নি। আমার প্রধান সমস্যা হলো ফ্যাটিগ মানে অবসন্নতা, এংজাইটি,

মনোযোগ দিতে না পারা এবং মেমোরি দুর্বলতা। আমি শুনেছি অতিরিক্ত মাস্টারবেশন করলেও এমন হয়। কিন্তু ডাক্তারা বলেন মাস্টারবেশন শরীরের জন্য ক্ষতিকর নয়। এখন আমি কি করব? কোন ঔষধেই কাজ হচ্ছেনা। এন্টিডিপ্রেশেন্ট খেলে আমার অবসন্নতা আর দুর্বলতা আরো বেড়ে যায়। আমাকে সাহায্য করুন

উত্তর ‍ঃ  হস্তমৈথুন  শরীরের  কোন  ক্ষতি  করে  না  ঠিক, তবে  যারা  হস্তমৈথুন  করে  তাদের  মধ্যে  একটি  অপরাধবোধ, একটি  পাপবোধ  একটি  অনুশোচনা  কাজ  করে  আর  তাহাই  স্বাস্থ্যের  জন্য  মারাত্মক  ক্ষতিকর ।  আপনি Acidum  phosphoricum  6x ঔষধটি  ১০  ফোটা  করে  রোজ  ২  বেলা  করে  ১৫  দিন  খান (আধা  গ্লাস  পানির  সাথে  মিশিয়ে) ।  যত  দ্রুত  সম্ভব  একজন  হোমিওপ্যাথিক  ডাক্তারের  সাথে  যোগাযোগ  করেন ।

প্রশ্নঃ Vaia take my salam. Kmn asen? Ami fahmid ar pic gula pathalam. Ok kisu din homio khaia chilam. Causticum 200. Chola gay abar onno jaggay uthay. Akhon homio khaona. Mukhar chobita ja kalo kalo dag asa sekhana aga chilo. Akhn ota gia abar pasa uthasa. Vaia aro kisu janta amak msg korlai hoba. Allahhafaz

উত্তর ঃ Thuja occidentalis CM এই হোমিওপ্যাথিক ঔষধটা এক মাস পরপর একদিন খাওয়াবেন ৫টি বড়ি -এভাবে ৩ মাস ।  আবার  শুনে  রাখুন,  প্রতিদিন  নয়,  মাসে  মাত্র  একদিন  খাওয়াবেন ।

 

প্রশ্নঃ স্যার  আমার  কুড়ি দিন  বয়সের  মেয়ে  আমাশয়ে (dysentery) ভোগতেছে  সাথে  আছে  পেট  ব্যথা ।  আমি  তার  মাকে  লাইকোপোডিয়াম  এবং  পরে  মার্ক  সল  ঔষধটি  খাইয়েছি  কিন্তু  বাচ্চার  কোন  উন্নতি  হয়  নাই ।  সে  কেবল  কেদেই  যাচ্ছে ।

উত্তর ঃ  আমাশয়  হলে  প্রথমে Belledonna,  Nux  vomica বা Aconite ইত্যাদি  ঔষধ  দিয়ে  চিকিৎসা  করবেন ।  এগুলোতে  ব্যর্থ  হলে  অন্য  ঔষধের  সাহায্য  নিতে  পারেন ।  ঔষধ  সরাসরি  বাচ্চাকে  খাইয়ে  দেন  একটি  বড়ি  অথবা  এক  গ্লাস  পানিতে  এক  ফোটা  অথবা  পাঁচটি  বড়ি  মিশিয়ে  সেখান  থেকে  এক  চামচ  পানি  খাওয়াতে  পারেন ।

প্রশ্নঃ golar modde macher kata atkale kon mdichine kethe hobe sir poly puser bajjik bebharer kono medicine ace ki janale kritoggo takbo.

উত্তর ঃ Silicea  30 ঔষধটি  রোজ  তিন  বেলা  করে  ২  দিন  খান ।

প্রশ্নঃ স্যার বাংলাদেশি হোমিও ডাক্তারা কি ভারতে বা ভারতের হোমিও ডাত্তাররা কি বাংলাদেশে রোগি দেখতে পারে?

উত্তর ঃ  স্বাস্থ্য  মন্ত্রণালয়  এবং  পররাষ্ট্র  মন্ত্রণালয়  থেকে  অনুমোদন  পেলে  মেডিক্যাল  প্র্যাকটিস  করা  যাবে ।

প্রশ্নঃ আসসালামুয়ালাইকুম ডাঃ সাহেব, আমি একজন নবীন চিকিৎসক । আমার একজন রোগীর বয়স প্রায় ১০০।

প্রস্রাবের ধারন ক্ষমতা একবারেই কম। হাঁটতে গিয়েও প্রস্রাব করে দেয়। প্রসাবে ঝাঁঝালো গন্ধ। মহিলা…। প্রথমবার আমি kreosotum m/11 দিয়েছি। ৫০% উন্নতি হয়েছে। কিন্তু তারপর kreosotum m/21 দেওয়ায় আবার পূর্বের মত হয়ে গেছে।এখন তার সমস্ত শরীর খুবই দুর্বল। সুনিরবাচিত ঔষধটি জানিয়ে উপকার করলে কৃতজ্ঞ থাকব।

উত্তর ‍ঃ  প্রস্রাবের  গন্ধ  ঝাঁঝালো  হলে Acidum  Nitricum অথবা Acidum  Oxalicum ঔষধটি  প্রয়োগ  করতে  পারেন ।

প্রশ্নঃ ভাই আপনি ভাল আছেন.একটা help পাবো.  বাচ্চার বয়স ১৫ মাস .শরৗরে এলোপেথিক ঔষধ খাওয়াছি কিন্তু কোন কিছু থে কমতেছে না.একটা পরামশ্ চাই. শরীর পাতলা হয় এ গেছে. তার জন্মগত মাথার পিছনে পানি ছিল. এখন অপারেশন করাই ছিলাম ভালো হল. অসূখটির নাম- Hydroplus. শরীরে এখন কফ.  অনেক চূলকানি

উত্তর ‍ঃ Calcarea  phos  6x ঔষধটি  সকালে  ৫  বড়ি  এবং  রাতে  ৫  বড়ি  এভাবে  ১  মাস  খাওয়ান ।

প্রশ্নঃ Dear Dr. assalamualikum. my wife is suffering urine problem & not clear urine when go to bathroom & have big pain. He has 3 month pregnancy.

উত্তর ‍ঃ Cantharis  30  ঔষধটি  ৫  বড়ি  করে  রোজ  ৩  বেলা  করে  খাওয়ান  ৩  দিন ।

প্রশ্নঃ দাদা একটি রুগির বা কাধে ব্যাথা ব্রায়োনিয়ার লক্ষন ও ২০০ ও 1m দিয়েছি কিন্তু রুগি বোলছে যতক্ষন খাচ্ছি ততক্ষন আরাম থাকছে রুগি কিন্তু ব্রায়োনিয়ার ৬ মাস থেকে ওষধ চলছে এখন কি ভাবা যায়

উত্তর ঃ  Chelidonium majus Q  নামক  হোমিওপ্যাথিক  ঔষধটি  ২০ ফোটা  করে  রোজ দুই  বেলা  খাওয়ান  ৭  দিন   (আধা  গ্লাস  পানির  সাথে  মিশিয়ে) ।

প্রশ্নঃ .  সালাম ডাক্তার সাহেব ! হোমিওপ্যাথিতে ‘নন হজ কিনস লিম্ফোফা’ জাতীয় ক্যান্সারের উপযুক্ত চিকিৎসা আছে কি ?

উত্তর ঃ  সব  ধরনের  ক্যানসারেরই  প্রকৃত  চিকিৎসা  আছে  হোমিওপ্যাথিতে ।  তবে  এলোপ্যাথিতে  ক্যানসার  সেরে  গেলেও  রোগী  পাঁচ  বছর  বাচেঁ  আর  হোমিওপ্যাথিতে  ক্যানসার  না  সারলেও  রোগী  দশ বছর  বাঁচে ।

প্রশ্নঃ .  amr age 35. amr pate all time gas thake . ojon besi . gum valo hoy . all time pate gas thake . hernir karone kono problem nai amr aka thakte voy kore . kuda onk besi . paikana prosab clear na . allm time mathy kono na kono tension thake ki medicine kele amra hernia valo hobe

উত্তর ‍ঃ  Fucus  vesiculosus  Q ঔষধটি  রোজ  রাতে  ২০  ফোটা  করে  খান  ৬  মাস (আধা  গ্লাস  পানির  সাথে  মিশিয়ে) ।

প্রশ্নঃ Hello doctor,

I am a 25 years old female. I have been addicted to masturbation for many years nearly 10 years from my childhood. Now i have all the side-effects of masturbation. I have the following side-effects.

1) vaginal infection

2) digestion problem

3) lower back pain

4) memory loss

5) sexual weakness

6) depression

7) sexual exhausion

I never had sex with anybody. I used to masturbate by rubbing my clitoris and i did not use any tools to masturbate. I took herbal treatment for masturbation side effects but there was no improvement. Please suggest me homeopathy medicines to get cure from all the above problems. Due to this sexual weakness i could not get married. If i get married in this situation my health condition will become very worst.

And the main thing is i stopped masturbation when i was 18 years old but still all the side effects are following me. Please help me.

প্রশ্নঃ খাবারে একটু এদিক সেদিক হলেই পেট ফাঁপে এবং অনবরত বায়ু হয় । বার বার মল ত্যাগ করার পর এক সময় পেট আপনা আপনি ঠিক হয়। আমি গড়নে মোটা মেদ বহুল শরীর । বয়স ৪৫।

খাটি পেটে বায়ু বেশি হয় । ঢাকা মেডিকেলের প্রাক্তন প্রিন্সিপ্যালের ব্যবস্থায় ঔষুধ খাচ্ছি কিন্তু কোনো উন্নতি নেই। উপায় জানিয়ে সুখি করুন।

উত্তর ঃ  Carbo  vegitabilis  10M ঔষধটি  একদিন  মাত্র  ৫টি  বড়ি  মাত্র  একদিন  খাবেন ।  ১৫  দিনের  মধ্যে  ভালো  না  হলে  আরেকবার  ৫টি  বড়ি  খেতে  পারেন ।

১২৫.  heper sulpher 3x trituration aktana kato din khaowa jay?

উত্তর ঃ  দুই  সপ্তাহ  খেতে  পারেন ।  আরো  বেশী  দিন  খেতে  চাইলে  মাঝখানে  কিছুদিন  বিরতি  দিয়ে  নেওয়া  উচিত ।

প্রশ্নঃ Assalamualikum. Sir  আমার মা বয়স 65 বেশি দুশ্চিন্তা করেন মাঝে মধ্যে bp high 180 হয় যখন ছেলে দের ভবিষ্যতে নিয়া টেনষন করেন আর কে কি বলে এইটা নিয়া খুব দুশ্চিন্তা করেন খাবার রুচি একদম নাই আপদত আমি সকাল রাতে আলফালফা 15+0+15 দিচ্ছি please sir আপনার prescrib চাই

উত্তর ঃ Avena  sativa  Q ঔষধটি  ২০  ফোটা  করে  রোজ  ২  বেলা  করে  খাওয়ান ।  তাতে  কাজ  না  হলে  Natrum  muriaticum  ঔষধটি  নিম্নশক্তিতে  খাওয়াতে  পারেন ।

প্রশ্নঃ Sir আস্সালামুআলাইকুম কেমন আছেন আমি homeopathy software বিষয়ে জানতে চাই এগুলো কোথায় পাওয়া যায় internet ছাড়া এইগুলো কি চলে দাম কত ?

উত্তর ঃ  Radar,  Cara,  Hompath,  Mercurius  ইত্যাদি  নামে  বেশকিছু  হোমিওপ্যাথিক  সফটওয়ার  পাওয়া  যায় ।  অনেকের  মতে  Radar  সফটওয়ারটি  সবচেয়ে  ভালো ।  ইন্টারনেটে  তাদের  সেলস  এজেন্টদের  ঠিকানা  সংগ্রহ  করে  অথবা  অনলাইনে  সরাসরি  কোম্পানী  থেকে  কিনে  নিতে  পারেন ।

  1. ভাই, আমার ডান বগলের নিচে হালকা ব্যাথাযুক্ত গুটি হইছে, এমনিতে দেখায়, কম বুঝা যায়, হাত দিলে গুটি বুঝা যায় চাপ দিলে ব্যাথা করে, মাঝে মাঝে হালকা ব্যাথা অনুভুত হয়। এখন কি ঔষধ খাব ?

উত্তর ঃ  Calcarea phos 6x ঔষধটি ৫ বড়ি রোজ ২ বার হিসাবে ১ মাস খাান ।

প্রশ্নঃ আস্সালামুআলাইকুম ভাই, আমার আব্বার পেছনে ডান পাশে একটা ফোরা হয়েছে বসতে পাছেন না। কোন ঔষধ খাওয়াবো যদি একটু লিখে দিতেন, আমি কিনে এনে খাওয়াতাম ধন্যবাদ ভাই। উত্তর ঃ  Arnica  montana  6  ঔষধটি ৫ বড়ি করে রোজ তিন বেলা করে ৪ দিন খাওয়াতে পারেন

জন্মগত  উল্টো  দিকে  হৃৎপিন্ড  Dextrocardia  এবং  তাহার  হোমিওপ্যাথিক  চিকিৎসা

প্রশ্নঃ স্যার বাংলাদেশে পঞ্চাশ সহস্রতমিক ঔষধকে কোন সংকেত দ্বারা প্রকাশ করা হয় এবং কোন দোকানে পাওয়া যায়।?

উত্তর ‍ঃ  আমাদের  দেশে  পঞ্চাশ  সহস্রতমিক  ঔষধের  শক্তিকে  M1,  M2,  M3,  M4 ইত্যাদি  সংকেতের  মাধ্যমে  প্রকাশ  করা  হয় ।  টিকাটুলী  জাগরণী  হোমিও  হল,  গুলিস্তান  সিনেমা  হল  মার্কেট  এবং  দক্ষিন  কমলাপুরের  কিছু  ফার্মেসীতে  পঞ্চাশ  সহস্রতমিক  শক্তির  ঔষধ  পাওয়া  যায় ।

প্রশ্নঃ স্যার  কিডনী  রোগের  জন্য অ্যালবুমিন ও ক্রিয়েটিনিন কমানোর জন্য কি ঔষধ ব্যাবহার করা যেতে পারে ?

উত্তর ‍ঃ  সাধারণত  লক্ষণ  সমষ্টির  উপর  ভিত্তি  করে  নির্বাচিত  যে-কোন  ঔষধের  মাধ্যমেই  এলবুমিন  এবং  ক্রিয়েটিনিনের  সমস্যা  নিরাময়  করা  যাবে ।  তবে  লক্ষণ  পাওয়া  না  গেলে  এলবুমিনের  জন্য  Phosphorus,  Arsenic  album  এবং  ক্রিয়েটিনিনের  জন্য  Lycopodium,  Opium,  Picric  acid  ঔষধগুলো  ব্যবহার  করতে  পারেন ।

প্রশ্নঃ আমি জানতে চাই হোমিও প্যাথিতে HbsAg positive ভালো হয় কি না। আমার বর্তমান মাত্রা ২.৯।

উত্তর ‍ঃ  হোমিওপ্যাথিতে  অবশ্যই  হেপাটাইটিস  ভালো  হয় ।  একটু  নিয়মকানুন  মেনে  চললে  এমনকি  বিনা  চিকিৎসাতেও  হেপাটাইটিস  ভালো  হয়ে  যায় ।

প্রশ্নঃ আমার পানি পান করলে কারলে কান চুলকানো শুরু হয় এটা কোন ঔষধের লক্ষন জানালে একটু উপকার হতো।

উত্তর ‍ঃ  এগুলো  অপুষ্টিজনিত  সমস্যা ।  বেশী  করে  আলফালফা  খান,  ঠিক  হয়ে  যাবে ।  তবে  কানের  পর্দা  ফেটে  গেছে  কিনা  পরীক্ষা  করে  দেখতে  হবে ।  ফেটে  গেলে  অপারেশান  করে  পর্দা  ঠিক  করতে  হবে ।

প্রশ্নঃ Amar tesestsron kome jasche. Somadhan ache ki

উত্তর ‍ঃ  সমাধান  তো  অবশ্যই  আছে ।  তবে  চিকিৎসার  জন্য  বিস্তারিত  জানতে  হবে ।  কাজেই  সরাসরি  কোন  বিশেষজ্ঞের  সাথে  যোগাযোগ  করেন ।

প্রশ্নঃ amasoi hole dine 15 ber ba beshi hoi erokom 2-3 din hoi tarpor paa er hatu fule jai r batha kore hatte pari na ata keno hosse bolte paren doctor dakhaise bole batjor apnar ki mone hoi r atar ki homeopathi tratment ase ki?

উত্তর ‍ঃ  ইহা  কোন  ভয়ঙ্কর  সমস্যা  নয় ।  বিস্তারিত  জেনে  ঔষধ  সঠিক  ঔষধ  প্রয়োগ  করতে  পারলে  ভালো  হয়ে  যাবেন ।  কাজেই  সরাসরি  কোন  হোমিওপ্যাথিক  বিশেষজ্ঞের  সাথে  যোগাযোগ  করেন ।

প্রশ্নঃ Can you prescribe some medicine for the cure of eyes swallowing?, I have the problem for the last six months in my left upper eyelid,,,, I fell no pain also, but it looks irritating,

উত্তর ঃ  Kali  carbonicum  200 ঔষধটি  ৫টি  বড়ি  খান  একবার ।

প্রশ্নঃ Assalamualikum. একটা পরামশ পাবো. আমার বোন সব সময় গলায় ট্রনসেল .১ মাস পর পর দেখা যায়, সাথে কানে পেইন হয়. এন্টৗবেটীক সেবন করলে , কিছু দিন ভাল হয়, পুনরাবৃত্তি আবার হয়. Homeopati স্হায়ৗ সমাধান কোন সমাধান পাবো. বয়স ২৮

উত্তর ঃ  এই  রোগের  স্থায়ী  সমাধানের  জন্য  কোন  হোমিওপ্যাথিক  চিকিৎসকের  অধীনে  অন্তত  ৬  মাসের  চিকিৎসা  নিতে  হবে ।  কেননা  ইহাতে  অনেক  ধরনের  ঔষধ  অনেক  দিন  যাবত  প্রয়োগ  করতে  হবে ।  কাজেই  সরাসরি  কোন  হোমিওপ্যাথিক  বিশেষজ্ঞের  সাথে  যোগাযোগ  করেন ।

প্রশ্নঃ sir amr ek rokir boke cof joma sate gola bosa atimtart 30 & 200 diecilam bolce clear hoy nai ki medicine dibo bolben pls

উত্তর ঃ  Bryonia  alba খাওয়ান  সম্ভব  হলে  উচ্চ  শক্তিতে ।

প্রশ্নঃ sir ami aktu problem a asi  amr dan eye lal hoyce  r all time kucasee  pls air help me

উত্তর ঃ  Ferrum phos 30   ঔষধটি  ৫টি  বড়ি  খান  একবার ।

প্রশ্নঃ sir amr coker pani porar jono jaborondi q kycilum kicu din valo cilo akon abar maje maje pni porce ki kete pari bolben Pls?

উত্তর ঃ  Natrum  sulph  10M   ঔষধটি  ৫টি  বড়ি  খান  একবার ।

প্রশ্নঃ অন্ডকোষে ছোট ছোট আঁচিলের মত কিছু গুটি হয়েছে এর জন্য কি ঔষধ সেবন করা লাগবে? যদি বলতেন তবে কৃতজ্ঞ থাকতাম

উত্তর ঃ Thuja occidentalis CM এই হোমিওপ্যাথিক ঔষধটা একদিন খাবেন ৫টি বড়ি ।

প্রশ্নঃ sir amar meye 10 botsor boyos nake poly pus ace, sordi balo hoocena alium sepa 1m 1soptaho por por 1 drop dicci . Ecara ar ki medicine dite pari bolben pls.

উত্তর ঃ Aurum  metallicum  50M এই হোমিওপ্যাথিক ঔষধটা একদিন খাবেন ৫টি বড়ি ।

প্রশ্নঃ স্যার আসসালামু আলাইকুম আসসালাম, আমার কন্যার বয়স ৬ মাস, জিহ্বা ও ঠোটে ঘা হয়েছে, সর্দি লেগেছে, গ্রামে আছে, মনে হচ্ছে গরমের কারনে হয়েছে, Nystate খাওয়ানো হয়েছে, কিছুটা কমেছে, একেবারে যায় নাই, দয়া করে বলবেন কি, কি ঔসদ খাওয়াব।

উত্তর ঃ Natrum  muriaticum  30  ঔষধটি  একদিন খাওয়ান ৫টি বড়ি ।

প্রশ্নঃ :আমি দীর্ঘ দিন যাবত এপিস মেল Q সেবন করে যাচ্ছি,এতে কী কোন বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে?স্যার,দয়াকরে জানাবেন।

উত্তর ‍ঃ  একটি  ঔষধ  দীর্ঘদিন  খেলে  সেই  ঔষধটি  যে-সব  রোগ  নিরাময়  করে,  সেই  রোগগুলি  আপনার  শরীরে  সৃষ্টি  করে  দিবে ।  কাজেই  আপনার  যদি  এই  ঔষধটি  খেতেই  হয়,  তবে  মাঝে  মাঝে  এক  সপ্তাহ  বা  দুই  সপ্তাহ  বিরতি  দিয়ে  খান ।  এতে  তার  ক্ষতিকর  ক্রিয়া  থেকে  বেচেঁ  যাবেন ।

 

 

প্রশ্নঃ আমার স্তন  হটাৎ করে বড় হয়ে গেছে আর ব্যাথা করছে । চাপ দিলে পানি পড়ছে। কি  ঔষধ  খাবো  ?

উত্তর ‍ঃ  Bryonia  alba  200  এই হোমিওপ্যাথিক ঔষধটা একদিন খাবেন ৫টি বড়ি  ।

প্রশ্নঃ Sneezing and coughing when cooking. Which homoeo remedy belongs to this symptoms ?

উত্তর ‍ঃ  pothos foetida  200  এই হোমিওপ্যাথিক ঔষধটা একবার  খাবেন ৫টি বড়ি  ।

প্রশ্নঃ স্যার,আসসালামুওলাইকুম।আমি দীরঘ দিন ডিপ্রেশনে ভুগেছি এবং সাইক্রিয়াটিষ্টের প্রেস্ক্রিপশন মোতাবেক লুডিওমিল (এন্টি ডিপ্রেজেন্ট) ও নেক্সিটো (মানসিক অস্তিরতা কমায়) ঔষুধ খেয়েছি।ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি। যার কারনে প্রায়ই খুব খারাপ লাগে তখন মাঝে মাঝে সিগারেট খেতে হয়/ক্যালি  ফস খেতে হয়।পরামরশো দিলে উপক্রিত হতাম।

উত্তর ‍ঃ  বিষন্নতার  জন্য  Alfalfa,   Ignatia,  Hypericum ইত্যাদি  হোমিওপ্যাথিক  ঔষধগুলো  খেতে  পারেন ।  আপনি  যদি  হোমিওপ্যাথিক  ডাক্তার  না  হন  তবে  কোন  হোমিওপ্যাথিক  চিকিৎসকের  পরামর্শ  মতো  ঔষধ  খান ।

প্রশ্নঃ Sir amon kono repotory ase ki Jeta bangal anubad abog picture soho.

উত্তর ‍ঃ এমন কোন রেপার্টরি চোখে পড়ে নাই

প্রশ্নঃ আমি গত প্রায় আড়াই মাস আগে হাত ঘামানো বন্ধের জন্য একজন  ডাক্তারের  পরামর্শ  অনুযায়ী Thuja 10m, Pulsatilla 10M, Medorrhinum 10M, Ambra Grisea 10M এই চারটি ওষুধ চার সপ্তাহে খাই। এক মাস বিরতি দিয়ে আবার শুধু thuja আর pulsatilla খাই দুই সপ্তাহে। কিন্তু হাত ঘামানো সারে নাই। যাই হোক আমি গত সপ্তাহে মিরপুর ১৪ নাম্বারে সরকারী হোমিওপ্যাথী হাস্পাতালে যাই এবং বহি্বিভাগে দেখাই। সেখানকার ডাক্তার আমাকে বলে যে আমার এসব ওষুধ এতো উচ্চ মাত্রায় খাওয়া ঠিক হয় নি। এরপর থেকে আমি প্রচন্ড মানসিক ভাবে ভেঙ্গে পড়েছি। এই ওষুধ গুলো খাওয়ার কারনে কি আমার কোনও শারিরিক ক্ষতি হবে ? কোনও সাইড ইফেক্ট আছে ? আমার কি কোনও মেডিকেল টেস্ট করানোর প্রয়োজন আছে ? দয়া করে আমাকে জানান। আমার সামনে পরীক্ষা , আমি কিছুই পড়তে পারছি না। খুব মানসিক যন্ত্রনার মধ্যে আছি। একটু সাহায্য করেন।

উত্তর ‍ঃ হোমিওপ্যাথিক ঔষধের সাইড ইফেক্ট খুবই কম, নাই বললেই চলে । তাছাড়া আপনার যদি জ্বর, কাশি, ডায়েরিয়া, আমাশয়, পেট ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি কোন সাইড ইফেক্ট দেখা দেয়, সেজন্য নির্দিষ্ট ঔষধ আছে, খেলেই চলে যাবে । অযথা টেনশানের কিছু নাই ।

প্রশ্নঃ আস্সালামুআলাইকুম স্যার ভাল আছেন। আমার ছোট বোন এর একটা খুব জটিল সমস্যা হচ্ছে। সে কোন কিছু নিয়ে বেশি চিন্তা করলে সাথে সাথে শরির কাপতে শুরু করে দিচ্চে আর শ্বাস প্রস্বাস নিতে কষ্ট হচ্চে। আর হটাৎ করে দাতি লেগে অগ্গান হয়ে যাচ্ছে। এই এক মাসে ৬ বার মেডিকেল এ ভর্তি করলাম ডাঃ বলছে কোন রোগ নাই। প্লিজ একটু বলবেন কেন এমন হচ্ছে। আর রাত হলেই আজে বাজে স্বপন দেখছে আর ঘুমের ভিতর কথা বলছে।।।

উত্তর ‍ঃ  Gelsemium  semparvirens  200  এই হোমিওপ্যাথিক ঔষধটা একদিন খাবেন ৫টি বড়ি  ।

প্রশ্নঃ স্যার আমি 2011 সালে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডিএইচএমএস পাশ করেছি। এখন আমি চিকিৎসাসেবা প্রদান করতে আগ্রহী। আমি একটি চেম্বার দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আইনগত কিছু করণীয় আছে নাকি? চিকিৎসার জন্য রেজিষ্ট্রেশন করা কি খুব জরুরী না করলে কোন সমস্যা আছে কি না? দয়া করে জানাবেন?

উত্তর :  আপনি  যদি  চেম্বার  দেন  তবে  আপনাকে  সিটি  কর্পোরেশান  থেকে  ট্রেড  লাইসেন্স  নিতে  হবে ।  চেম্বারে  যদি  ঔষধ  রাখেন  তবে  ড্রাগ  লাইসেন্স  নিতে  হবে ।  চেম্বারে  যদি  এলকোহল  অর্থাৎ  রেকটিফাইড  স্পিরিট  রাখেন  তবে  নারকোটিকস  লাইসেন্স  নিতে  হবে ।

প্রশ্নঃ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । স্যার, আমার জিহ্বাতে ঘা , জিহ্বা নড়াচড়া করলে একটু লাগলেই বেথা পাই। কি ওসদ এবং কিভাবে এবং কত শক্তিতে খেতে হবে দয়াকরে পরিমাণ বললে উপকৃত হব। B-50 Forte® খেলে সেরে যায় আবার কয়দিন পর হয়।

উত্তর ‍ঃ  Natrum  muriaticum  6x  এই হোমিওপ্যাথিক ঔষধটা প্রতিদিন একবার  করে  খাবেন ৫টি বড়ি  এক  মাস  ।

প্রশ্নঃ আমার  রক্তে  প্লাটিলেট  কাউন্ট  কমে  গেছে  অনেক ।  কি  ঔষধ  খাইতে  পারি ?

উত্তর ঃ  Alfalfa  Q  ঔষধটি  ৫০  ফোটা  করে  রোজ  ৩  বেলা  খাওয়ান  আধা  গ্লাস  পানির  সাথে  মিশিয়ে  ।

প্রশ্নঃ .  ভাই আমার দাত রুট কেনেল করেছিলাম,কিন্তু দাত ভেংগে গিয়ে রুট সিল্ক উঠে গেছে।চারোদিকের গোস্ত দাতের মধ্যে এসেছে।একটু জিহবার লরা পেলে রক্ত আসে।এখন আমি কি করব ?

উত্তর ঃ  Calcarea flour 6x ঔষধটি ৫ বড়ি রোজ ২ বার হিসাবে ১ মাস খান ।

প্রশ্নঃ স্যার দীর্ঘ যাবত টনসিল সমস্যায়য় ভুগছি। হিপার সালফ ২০০ খাচ্ছি।কমে আবার ২ দিন পরে ব্যাথা বারে।কি করতে পারি?

উত্তর ঃ  Bacillinum  200 ঔষধটি  প্রতি  মাসের  ১  তারিখে ৫টি বড়ি খাবেন  এভাবে  তিন  মাসে  খাবেন  তিন  দিন ।

প্রশ্নঃ Assam o alaikum. After a male baby birth doctor advised my daughter in Law not to feed child due to jaundice to the baby. After one week her right chest swelled with milk clots and Puss developed. Yesterday puss removed through surgery. Gave 2 doses of Arnica-30 today. Advise any quick remedy to normalize still swelling chest please.

Calcarea  carb  200

প্রশ্নঃ স্যার আমার কন্নার বয়স ৮ মাস. কন্নার মার বুকের দুধ কিছু টা কমে গেছে, কন্না বাইরের খাবার খেতে চায়না, এখন বুকের দুধ বারানুর জন্য কন্নার মাকে কি অওসুদ খায়াতে পারি দয়া করে বলবেন কি

উত্তর ‍ঃ  Urtica  urens  Q ঔষধটি  ২০  ফোটা  করে  আধা  গ্লাস  পানিতে  মিশিয়ে  রোজ  দুইবার  করে  কমপক্ষে  তিনদিন  খান।

প্রশ্নঃ Assalamualikum.amar boyos 31 yrs.amar mukher lomkup gulo din din boro hoye jasse.r lips khub kalo hoye jasse.homeopathy te ki er kono medicine ase?pls poramorso diben.advance dhonnobad.

উত্তর ‍ঃ  sepia  200  এই হোমিওপ্যাথিক ঔষধটা   মাত্র  ১  দিন   খাবেন একবার ৫টি বড়ি  ।

প্রশ্নঃ ASSAMUALAIKUM, How to save my hair from “TAK”. hair fall problem is there for not less then 20 years. Have dandruff (oily). If you have any advises please…..!!

উত্তর ঃ  Silicea  6x  ঔষধটি  সকালে  ৫  বড়ি  এবং  রাতে  ৫  বড়ি  করে  ১  মাস  খান,  আশা  করি  ঠিক  হয়ে  যাবে ।

প্রশ্নঃ আমি আজ ছয়মাস সালফার ২০০ সেবন করতেছি এলার্জির জন্য। এখন ঐ ওষুধ টার পাওয়ার বাড়ানো লাগবে কি? পরবর্তী পাওয়ার টা কত সেবন করবো, একটু জানালে উপকৃত হবো

উত্তর ‍ঃ  সালফার  আর  খাওয়ার  দরকার  নাই ।  Urtica  urens  Q  ঔষধটি  ১০  ফোটা  করে  রোজ  দুইবেলা  হিসাবে  ১  মাস  খেয়ে  দেখতে  পারেন ।  কাজ  না  হলে  কোন  হোমিওপ্যাথিক  বিশেষজ্ঞের  স্মরনাপন্ন  হন ।

প্রশ্নঃ excessive pain, redness, thick pus and watery with bloody discharge . when scarb out it look like sallow hole.

উত্তর:  Asterias rubens  30

১৬৯  কাঁশির জন্য রাত্রে ঘুম হচ্ছে না। তাছাড়া আমার বুকের মধ্যে খুবই খাপার লাগছে। মহে হচ্ছে বুকের উপর কেহ বসে আছে। কি কারণে বুঝতে পারছি না। কোন ঔষধ দিলে উপকার হত।

উত্তর ‍ঃ  Sticta  pulmonaria  200  ঔষধটি  ৫  বড়ি  খান,  আশা  করি  ঠিক  হয়ে  যাবে ।

 

ডাঃ  বশীর  মাহমুদ  ইলিয়াসপ্রভাষক.ডাঃ এস.জামান পলাশ

জামান হোমিও হল

চাঁদপুর
01711-943435 //01670908547 ইমু-01919943435
ওয়েব সাইট –www.zamanhomeo.com

( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

 

 

 

 

 

 

16

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *