হোমিওপ্যাথি ভারতে এতো অগ্রগতি আমাদের দেশে কেনো হয়না।

মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে

হোমিওপ্যাথি ভারতে এতো অগ্রগতি আমাদের দেশে কেনো হয়না। বাংলাদেশের হোমিওপ্যাথি পেশাজীবী ডাক্তারগন কেউ প্রকাশ্যে আবার কেউ নিরবে কাঁদে। বর্তমান বাংলাদেশে হোমিওপ্যাথি গুটিকয়েক ব্যক্তির নিজ স্বার্থ, একটি সংস্থা ও গোষ্ঠীর কাছে জিম্মি। দেশ স্বাধীনতার পর থেকে স্বাধীন বাংলাদেশে এক তৃতীয়াংশ গ্রাম অঞ্চলের দুস্হ গরীব রোগীদের স্বল্প ব্যয়ে চিকিৎসা সেবা দিয়ে আসতেছে হোমিওপ্যাথি ডাক্তারগন তাদের এই অবদান ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আমি মনে প্রানে বিশ্বাস করি তারা এই মহান কাজ করে সরকারের উন্নয়নের ভূমিকা রাখছে।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, যোগ্য ব্যক্তিদের সুযোগ, হোমিওপ্যাথি শিক্ষার মান উন্নয়ন ও হোমিওপ্যাথি প্রশাসনিক কার্যক্রমের মান উন্নতি করে হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসাকরি হৃদয় দৃষ্টি দিবেন।

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় গ্রাম অঞ্চলের দুস্হ গরীব জনগোষ্ঠীর এক তৃতীয়াংশ হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিয়ে আসতেছে, বাংলাদেশে অন্যান্য প্যাথির পাশাপাশি হোমিওপ্যাথি ডাক্তারদের এবং তাদের চিকিৎসা সেবার অবদান কখনোই অস্বীকার করা যায় না।

(তথ্যসূত্র মতামত)

ডা. মিজানুর রহমান
রেজিস্টার্ড হোমিওপ্যাথ